আমাদের কথা খুঁজে নিন

   

"বুড্ডা হোগা তেরা বাপ.............. জামাই-বউয়ের খুনশুঁটি। মুনে কুনু হিংসা লইয়েন না।

আমি বিলাত থাকি, কামলা খাটি বউ আমার বড়ই সোহাগী। আমারে আদর কইরা যে কত নামে যে ডাকে। নামের কাহিনী নিয়া আরেকদিন পোস্টামু। এখন টাইম বড়ই শর্ট। পোস্টানো শেষ করেই জুমার নামাযের জন্য যাবো।

যাই হোক, এই সোহাগী বউয়ের আবার মুভি দেখার বড়ই সখ। শুধু ইংরেজী না বাংলা, হিন্দী, চায়নীজ, তামিল, হিব্রু, যেই ভাষা হোক না কেন সব মুভিই ভালোমত গিলে। একবার তো সিনেমা হলে "গুজারিশ" দেখার সখ পুরণ করতে গিয়ে রাতের একটায় লন্ডনের হ্যারো অন দ্যা হিলে বরফের মধ্যে আটকাইয়া পরসিলাম। পরে এক আংকেল গাড়ি নিয়া আইস্যা উদ্ধার করসিলো। প্রায় প্রতিদিন তার একটু করে হলেও মুভি গিলা চাই।

টিভিতে ভালো কিছু না থাকলে অনলাইন থেকে ডাউনলোড করে মুভি দেখে। কালকে আমাকে বললো, "ও আমার পরাণের বুড্ডা, আজকে কি মুভি দেখাবে গো??" আমি বললাম, "বুড্ডা হোগা তেরা বাপ" বউ রাগ কইরা কয়, "আমি তোমাকে আদর কইরা বুড্ডা ডাকসি আর তুমি আমার বাপ তুইল্যা কতা কও। যাও আর মুভি দেখুম না। " আমি কইলাম, "আরে না, আমার ঘাড়ে কয়টা মুন্ডু? আমি শ্বশুড় আব্বারে লইয়া বাজে কতা কমু। আমি তো অমিতাভ বচ্চনের নতুন মুভির কতা কইসি।

" বউ কয়, "ওইটা আগে বলবা না আমার গুটুস-পুটুস জামাই"। আমি এরপর থেইক্যা তারে পাইসি। খালি জিগাই, এই বুড্ডা হোগা তেরা বাপ ............................... কেমন লাগসে?

  লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মুভি, অমিতাভ বচ্চন, বউ, জামাই ; বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...   [বিজ্ঞাপন] এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান    বন্ধ করুন এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান    বন্ধ করুন আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন আপনার নাম : আপনার ই-মেইল আপনার বন্ধুদের ইমেইল মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন hi, i have been reading a wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net//blog/faisalrcy/29413518 , please visit the link and rate it if you like. :-) নিজেকেও একটি কপি পাঠান ২৮টি মন্তব্য ১-২৮ ১. ১৫ ই জুলাই, ২০১১ বিকাল ৫:৫২ শাহ্‌রিয়ার বলেছেন: হা: হা: হা: ১৫ ই জুলাই, ২০১১ বিকাল ৫:৫৫ লেখক বলেছেন: হেঃ হেঃ হেঃ ২. ১৫ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:০০ মোঃ গোলাম কিবরিয়া বলেছেন: + ১৫ ই জুলাই, ২০১১ রাত ১১:৪৬ লেখক বলেছেন: ধইন্যা ৩. ১৫ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:০৫ মাহবু১৫৪ বলেছেন: ১৫ ই জুলাই, ২০১১ রাত ১১:৪৬ লেখক বলেছেন: খিক খিক ৪. ১৫ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:১১ সাইমনরকস বলেছেন: ভালই ১৫ ই জুলাই, ২০১১ রাত ১০:৫৪ লেখক বলেছেন: কি ভাই দাঁতে ব্যাথা???? ৫. ১৫ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:১৫ পাগলাঘোড়াসিটিজি বলেছেন: ১৫ ই জুলাই, ২০১১ রাত ১০:৫৪ লেখক বলেছেন: ৬. ১৫ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৩৪ হোসাইন সাজ্জাদ বলেছেন: হে হে হে হে হে হে হে হে হে ১৫ ই জুলাই, ২০১১ রাত ১০:৫৩ লেখক বলেছেন: আহ হা হা হা হা ৭. ১৫ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৪৩ মিঠাপুর বলেছেন: ভাই আপনার ভি সাহস আছে......... ১৫ ই জুলাই, ২০১১ রাত ১০:৫২ লেখক বলেছেন: জায়গামত পড়লে সাহস আবার পলাইয়াও যায়। ৮. ১৫ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৪৬ ডেজা-ভু বলেছেন: ১৫ ই জুলাই, ২০১১ রাত ১০:৫৩ লেখক বলেছেন: খিক খিক ৯. ১৫ ই জুলাই, ২০১১ রাত ১০:৪৫ দূর্যোধন বলেছেন: ১৫ ই জুলাই, ২০১১ রাত ১০:৫৫ লেখক বলেছেন: ১০. ১৫ ই জুলাই, ২০১১ রাত ১০:৫৭ শুকনা মরিচ বলেছেন: ভাই - ভাবী তো একটু মুভি দেখতে চায় - তাই বলে এমনে কইলেন ? ভাবী কি ব্লগ পড়েন ১৬ ই জুলাই, ২০১১ সকাল ৯:০২ লেখক বলেছেন: আমি আসলে কিসু মনে কইরা কই নাই। স্রেফ মুভির নাম বলসিলাম।

সেই না বুইজ্জাই আমারে ক্লু দিয়া দিসে। অহনও কি আমার দুষ কইবেন আফা??? আপনের ভাবী ব্লগ পড়ার চাইতে ই-বে, আমাজন, নেকস্ট, জারা, নিউ লুক এইসব সাইটে ঘুইরা ঘুইরা শপিং করা বেশী ফজিলতের মুনে করে। ১১. ১৫ ই জুলাই, ২০১১ রাত ১১:০৪ বড় বিলাই বলেছেন: ১৬ ই জুলাই, ২০১১ সকাল ৯:০৩ লেখক বলেছেন: ম্যাঁও ১২. ১৬ ই জুলাই, ২০১১ দুপুর ১২:৩৬ শুকনা মরিচ বলেছেন: যাক - ভাবী মাশাল্লাহ আমার লাইনের লোক বোঝা যাচ্ছে ইয়ে মানে - ভাবীরে আরও কিছু সাইটের এড্রেস দিয়ে দেই - কি বলেন ২৮ শে জুলাই, ২০১১ রাত ৯:৫১ লেখক বলেছেন: আমি আপনেরে কি ক্ষেতি করসি, আপনে আমারে ডর দেহান?? এমনেই ই-বের জ্বালায় বাঁচিনা। ১৩. ১৬ ই জুলাই, ২০১১ দুপুর ১২:৪১ নিভৃত নয়ন বলেছেন: hehehehehehehe ২৮ শে জুলাই, ২০১১ রাত ১০:০০ লেখক বলেছেন: খিক খিক খিক ১৪. ১৬ ই জুলাই, ২০১১ দুপুর ১:৫৪ টুকিঝা বলেছেন: হাহাহাহাহাহাহাহ। চরম, জটিল।

খুব হাসলাম। ২৮ শে জুলাই, ২০১১ রাত ১০:০৩ লেখক বলেছেন: আপনাকে হাসাতে পেরে আমি আনন্দ পেলাম।   আপনার মন্তব্য লিখতে লগইন করুন । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।