আমাদের কথা খুঁজে নিন

   

বিদেশে বিভিন্ন ফি জমা দেওয়া যাবে ক্রেডিট কার্ডে......

বিদেশে বিভিন্ন ধরনের ফি বা মাশুল জমা দেওয়ার জন্য টাকা পাঠানোর পদ্ধতি সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে এখন থেকে আন্তর্জাতিক বিভিন্ন পরীক্ষার (যেমন: টোফেল ও স্যাট) আবেদন, নিবন্ধন, বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ফি ও বিদেশি পেশাজীবী সংগঠনের সদস্য মাশুল জমা দেওয়ার জন্য অনলাইনে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে। আজ বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ কর্তৃক জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। নতুন পদ্ধতিতে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড নেই—এমন ব্যক্তিও অর্থ পাঠানোর সুযোগ পাবেন। এ জন্য সংশ্লিষ্ট ব্যাংক একটি ‘ভার্চুয়াল কার্ড’ দেবে। এটি মূলত একটি গোপন পাসওয়ার্ড। এটি ব্যবহার করে তাঁরা ব্যাংকের মাধ্যমে বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি কিংবা পরীক্ষার ফি দিতে পারবেন। এ ছাড়া ব্যাংকের বিদ্যমান টাকা পাঠানোর ব্যবস্থা (টিটি, এমটি ও ড্রাফট) বহাল থাকবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।