আমাদের কথা খুঁজে নিন

   

ভিকারুন্নিসা স্কুলের ছাত্রী ধর্ষণ ঘটনায় প্রথম আলোর বর্তমান অবস্থান সতিই দু:খজনক

প্রথম আলোর এই আচরণটা সত্যি দু:খজনক। যে দুটি অভিযোগের কথা উঠছে, সেগুলো যদি সত্যি হয় তাহলে বিষয়টা লজ্জাজনক। প্রথম আলোতে অনেকেই কাজ করে। সেখানে কারও কোন আত্মীয় যদি অন্যায় করে তার প্রতিবাদ সবার আগেই করা উচিত প্রথম আলোর। সেখানে প্রথম আলো’র বর্তমান অবস্থান কিছুটা তার এতদিনের তৈরি আদর্শের পরিপন্থি।

এছাড়া দ্বিতীয় অভিযোগটি, যেটাতে বলছ, অধ্যক্ষ হোসনে আরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বান্ধবী। তার মানে কী বর্তমান সরকারের বিশেষ চাপের কারণে প্রধানমন্ত্রীর ছত্রছায়ায় যত অপকর্ম আছে প্রথম আলো সেগুলো নিয়ে কোন কথা বলবে না, উল্টো অপরাধিদের পক্ষে সাফাই গাইবে। এটাতো নিজের তৈরি আদর্শের পথ নিজেই ক্ষত-বিক্ষত করা। দেশব্যাপী নিজেরই গ্রহণযোগ্যতাকে প্রশ্নের সম্মুখিন করছে। একটা বাচ্চা মেয়ে পড়তে গিয়ে তার শিক্ষকের দ্বারা ধর্ষিত হয়েছে।

এর পর তো আর কোন কথা থাকতে পারে না। কথা একটাই, ঐ শিক্ষকের শাস্তি বিধান করা। একজন শিক্ষকের কাছে যদি তার ছাত্রী নিরাপদ না থাকে, সেখানে আবার কিসের কথা! অধ্যক্ষ হোসনে আরা ‘মিচুয়াল সেক্স’ বলে বিষয়টাকে অন্যদিকে গড়ানোর যে অপচেষ্টা করেছেন, সেখানে প্রথম আলোর প্রতিবেদক মেয়েটি কি গায়ে দিয়ে পড়তে গিয়েছিল বলে প্রতিবেদন করাও একই রকম অপচেষ্টা। দীর্ঘদিন প্রথম আলোর সাথে কাজ করছি, সবসময় প্রথম আলোর ভালো চেয়ে আসছি। আমরা প্রথম আলোর খুবই সাধারণ কিছু ফিচার রাইটার যারা প্রথম আলোকে আন্তরিকভাবেই ভালোবাসি, প্রথম আলোর ভিতরের অনেকের মনে অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমি নিশ্চিত এর প্রতিটি ফিচার রাইটার প্রথম আলোকে অন্যরকমভাবে ভালোবাসে।

তাই, এই ভালোবাসা থেকে আন্তরিকভাবেই প্রথম আলোর ভালো চাই। চাই প্রথম আলো তার ভুল সংশোধন করে কালই শিক্ষক নামের কলংক এই নোংরা মানসিকতার পরিমলের সঠিক বিচারে জন্য, ঘটনাটির যাথে সুষ্ঠু বিচার হয় সেই ধরণের প্রতিবেদন করবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.