আমাদের কথা খুঁজে নিন

   

মশা মারবে মোজা

ঘ্রাণযুক্ত এক প্রকার বিশেষ মোজা আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এই মোজা পায়ে পরলে মশারা যদি তার ধারেকাছে যায় তাহলে ওই ঘ্রাণের বিষক্রিয়ায় তারা মারা পড়বে। এর ফলে ম্যালেরিয়া প্রতিরোধে একটি অগ্রগতি হলো বলে বিশ্বাস করেন বিশেষজ্ঞরা। তাদের ধারণা, এই আবিষ্কার দিয়ে উন্নয়নশীল বিশ্বে ম্যালেরিয়ায় মৃত্যুর ঘটনাকে রোধ করা যাবে। গ্রান্ড চ্যালেঞ্জেস কানাডা নামের একটি সংস্থা এ ঘোষণা দিয়েছে।

এতে বলা হয়েছে, ওই মোজার উদ্ভাবক ড. ফ্রেদ্রোস ওকুমু। তিনি তাঞ্জানিয়ার ইফাকারা হেলথ ইন্সটিটিউটের একজন গবেষক। তিনি শুধু মোজাই আবিষ্কার করেননি। একরকম ডিভাইস আবিষ্কার করেছেন যা ঘরের বাইরে রাখা যায়, বিছানায় মশারির সঙ্গে ব্যবহার করা যায়, সেপ্রর সঙ্গে ব্যবহার করা যায়। এর সংস্পর্শে এলে মশার বিনাশ ঘটবে।

ইফাকারা হেলথ ইন্সটিটিউটের বিজ্ঞানীরা দেখেছেন, মশাদের ওই ডিভাইসের দিকে আকৃষ্ট করার উপায় হচ্ছে ঘ্রাণযুক্ত মোজা অথবা একই ধরনের ঘ্রাণযুক্ত সিনথেটিক টোপ। এক্ষেত্রে মোজা ও টোপ দুটিই উচ্চ মাত্রায় কার্যকর। মানুষের শরীর মশাকে যতটা আকৃষ্ট করে এ দুটি জিনিস মশাদের তার চেয়ে চারগুণ বেশি আকৃষ্ট করে। একবার মশারা ওই ডিভাইসে বসলে তারা তাতে আটকা পড়বে এবং বিষক্রিয়ায় মারা যাবে। গ্রান্ড চ্যালেঞ্জেস কানাডার প্রধান নির্বাহী অফিসার ড. পিটার এ সিঙ্গার বলেছেন, প্রতি বছর ২৫ কোটি মানুষ নতুন করে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়।

মারা যায় প্রায় ৮ লাখ। মৃতদের বেশির ভাগই শিশু মানবজমিন ডেস্ক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।