আমাদের কথা খুঁজে নিন

   

হা হা হা, হা হা প গে.............................ইহার ই নাম নাকি অনশন!!

ছোটবেলায় শিখেছিলাম, অনশন মানে নাকি সারা দিন না খেয়ে থাকা...তখন ভাবতাম, আমাদের নেতারা জনগনের দাবি আদায়ের জন্য এই রোদের মধ্যে না খেয়ে, পিপাসা নিবারন না করে, দিনভর আন্দোলন করে থাকেন। ভাবটা এমন যে, আমার জীবন চলে যাবে,কিন্তু দাবি আদায়ের ব্যাপারে কোন আপস নাই।। কিন্তু আজকে শুনলাম, ইহা নাকি প্রতীকী অনশন!! তাহলে কি ধরে নিব,এই আন্দোলন ও কি ভাই শুধু ই প্রতীকী???????? প্রতীকী অনশনে নাকি, হালকা খাবারে সমস্যা নেই!!!!!! ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনের গণ-অনশন মঞ্চ থেকে বাইরে গিয়ে পানি, আখের রস, আনারস খাচ্ছিলেন কেউ কেউ। অনশনে খাচ্ছেন?—জানতে চাইলে তাঁরা বলেন, এটি প্রতীকী অনশন। পানিজাতীয় হালকা খাবার খেলে সমস্যা নেই। হে আমাদের আপসহীনা নেত্রী, আপনারা এইটুকু আপস করতে পারলেন না নিজের মনের সাথে, এইটুকু সুখ বিসর্জন দিতে পারলেন না জনগন এর জন্ন????????তাহলে আর কেন মিছে মিছে এই অনশন এর ঘোষণা????? আজকে সারা দিন মাঠে হাড়ভাঙা পরিশ্রম করে আসা কৃষক এই ব্লগ দেখবে না, পত্রিকা ও পড়বে না, হয়তো বেশি হলে রাতের বেলা রেডিও শুনবে........আর এই ভেবে গর্বে বুক ফুলিয়ে ঘুমাতে যাবে যে,আমি যাকে ভোট দিয়েছি, সেই মহান নেতা আজ এই গরম এ আমার দাবি আদায়ের জন্য এ সি রুম ছেড়ে রাস্তায় বসে ছিলেন অনশনে!! জাতির সাথে এই প্রতারনা টা না করলে ও পারতেন .।।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।