আমাদের কথা খুঁজে নিন

   

“মহিলাদের হার্ট অ্যাটাক”- জানা জরুরী।

“মহিলাদের হার্ট অ্যাটাক” নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন আরকানসাস বিশ্ববিদ্যালয়ের নার্স বিজ্ঞানী McSweeney। সকল মহিলাদের জেনে রাখা প্রয়োজন। Doctors tell sudden chest pain is a sign you’re having a heart attack. That may be true for men, but in a university of Arkansas for Medical Sciences study, 43 percent of female heart attack survivors didn’t have any chest pain. That may explain why so many women delay seeking treatment, says McSweeney, a nurse scientist, even though 95 percent of the women had symptoms new to them – like unusual fatigue, shortness of breath and anxiety – for over a month before their attacks. If you have a new onset of any of these symptoms, or if they get worse, see your doctor. “if we recognize these warning signs early enough – and we can – there’s ample time to get treated, to prevent or delay a heart attack,” says McSweeney. “it’s especially important for women because we don’t fare nearly as well as men after a heart attack.” এখানে বলা হয়েছে – হঠাৎ বুকে ব্যথা পুরুষদের হার্ট অ্যাটাক এর একটি লক্ষন কিন্তু শতকরা ৪৩ ভাগ মহিলাদের ক্ষেত্রে কোন বুকে ব্যথা হয় না। মহিলাদের হার্ট অ্যাটাক এর লক্ষন ৯৫ % নতুন নতুন হয়ে থাকে। তবে সাধারনত- অসাধারণ অবসাদ, শ্বাসকষ্ট, উদ্বেগ এবং দুশ্চিন্তা এর লক্ষন। যদি এ ধরনের লক্ষন কারো দেখা দেয় তবে অবহেলা না করে যত দ্রুত সম্ভব ডাক্তার এর পরামর্শ নিলে এবং চিকিত্সা করলে হার্ট অ্যাটাক প্রতিরোধ করা সম্ভব। ------------------------------------------------------------------------ যদি সময় থাকে আমার ব্লগে একটু ভিজিট করলে খুশি হব। - বিদ্যালয় ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.