আমাদের কথা খুঁজে নিন

   

চায়না - সেকাল, একাল এবং আগামিকাল। একটা বাস্

চায়না সম্পর্কে ছোটবেলায় আমার ধারনা ছিল, একটা বিরাট জনবহুল দেশ, দারিদ্র নিত্য সঙ্গি, হোয়াংহোর সয়লাবে প্রত্যেক বছর দেশটা ভাইসা যায়। এখন আবার ধারনা পুরা উলটা। দেশটা অর্থর দিক দিয়ে অনেক আগায় গেছে, কিন্ত আমি যেইটা বুঝতে পারছি, সেইটা হলো, সামাজিক ভারসাম্য টিউন অবস্তায় নাই। কারচারাল ভাবেও অনেক গ্যাপের মধ্যে পরে যাচ্ছে এই দেশ। আমি আর একটা নব্য পুজিবাদি দেশ হিসাবে চায়নাকে যে শিঘ্রই দেখব, এতে কোন সন্দেহ নাই।

একটা মেইল পাইলাম, চায়নায় একটা বিয়া নিয়া। আমার জানা মতে চায়না একটা সমাজতান্ত্রিক দেশ, কিন্ত সমাজতন্ত্রটা একটু মডিফাইড। যেহেতু সময়ের সাথে অনেক কিছু প্রয়োজন হয়, সুতরাং মডিফায়েড ব্যাপারটা তাদের আন্ত দেশিও চাহিদার উপর দাঁড়ানো। যাই কন না কেন, আমি এই জিনিষটা মানি, এই দুনিয়া শোষক এবং শোষিত দ্বারা বিভক্ত, এবং এই ইজম গুলো এই দুইয়ের চিপায় পইড়া ত্রাহি ত্রাহি অবস্তা। এতো কিছু বলার কারন কিন্ত একটাই, আমি বলতে চাই, "চায়না অতি শিঘ্রই একটা চরম ভোগবাদী দেশে পরিনত হইতে যাইতাছে"।

যারা মানতে নারাজ, তাদের জন্য নিচে কিছু ছবি দেওয়া হলো... ছবি দেখার পর আবার চিল্লাচিল্লি শুরু করি, কি কন? এক কয়লা খনির মালিক। কিন্ত এইটা কি করে সম্ভব? চায়না - তার উপর এতো অপচয়? সমাজতন্ত্র এবং অপচয়... খাপ খাইতাছে না। ভিষন চিন্তায় আছি, লন আপনারাও একটু চিন্তিত হন। লেম্বোরগিনি না? লাইন দিয়া সাজানো... ফেরারি আছে Escort Car হিসাবে... (What a hick !!!) রোলস রয়েস যায়গা মতোই আছে... বরের বাড়ি। এই হইতাছে বর।

এইডা কনের বাড়ি। এইটা কনে। দাওয়াতখানা মনে হয় ছোট হইয়া গেছে... এখন আর কোন ক্যাপসনের দিকে যাবো না, নিচের ছবিগুলোতে কি কি গাড়ি, কয়টা গাড়ি, আপনারাই কইবেন আমারে। মামারা আমার মনে হয় চায়নাতে দুদক জাতীয় কিছু নাই। কি কন আপনারা? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.