আমাদের কথা খুঁজে নিন

   

বরিশালে সারসহ ইউপি সদস্য আটক

সোমবার বেলা ১২টার দিকে উপজেলার উলানিয়া জাদুয়া এলাকা থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এরা হলেন উলানিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য জলিল বেপারী ও কালিগঞ্জ বন্দরের ব্যবসায়ী ফারুক মীর। তাদের কাছ থেকে ১৫ বস্তা সার উদ্ধার করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা সারগুলো সরকারি বলে নিশ্চিত করেছেন বলে জানান মেহেন্দিগঞ্জ থানার ওসি রিয়াজ হোসেন।
ওসি রিয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জলিল বেপারী কালিগঞ্জের ব্যবসায়ী ফারুক মীরের কাছে ১৫ বস্তা সরকারি সার বিক্রি করেছেন বলে খবর পেয়ে স্থানীয়রা একটি ট্রলারসহ তাদের অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ গিয়ে সারসহ দুজনকে আটক করে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।