আমাদের কথা খুঁজে নিন

   

বরিশালে হাতবোমা বিস্ফোরণ

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে নবগ্রাম রোড করিম কুটির এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
গত ১ অগাস্ট এক রিট আবেদনের রায়ে হাই কোর্ট রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করায় ৪৮ ঘণ্টার এই হরতাল ডাকে দলটি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, করিম কুটির এলাকায় তিন মোটরসাইকেল আরোহী দুটি হাতবোমা নিক্ষেপ করে সড়কের উপর।
এরমধ্যে একটি বিস্ফোরিত হয়, অপরটি অবিস্ফোরিত অবস্থায় পুলিশ উদ্ধার করে।
তিনি আরো বলেন, এছাড়া ভোর ৫টার দিকে বরিশাল-ঝালকাঠি সড়কের মোল্লাবাড়ি এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করেন শিবিরকর্মীরা।


কিন্তু পুলিশ ধাওয়া দিলে পালিয়ে যান তারা।
এদিকে কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ হালদার বলেন, নগরীর কাউনিয়া বিসিক এলাকায় সড়কে গাছ ফেলে শিবিরকর্মীরা অবরোধ সৃষ্টি করলে পুলিম গিয়ে তা অপসারন করে।
শিবিরকর্মীরা টায়ারে অগ্নিসংযোগ করেন বলেও জানান এসআই প্রদীপ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিদিনের মতো নগরীতে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে। অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান খোলা হয়।


বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচলে হরতালের কোনো প্রভাব পড়েনি।
তবে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।