আমাদের কথা খুঁজে নিন

   

আমার চাঁদটোগ্রাফী; আসমানের চাঁন্দের লগে জমিনের চাঁন ফাও;)

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-) সামুতে সবার ফটোওয়াক, ফটোগ্রাফী দেখে আমার ও মন চাচ্ছে কিছু একটা দিতে। তার উপর একটা পোষ্ট দিতে মন চাচ্ছে কিন্তু মাথায় কোন টপিক নাই বলে এই আজাইরা পোষ্ট।

সংবিধিবদ্ধ সতর্কীকরন: আমি কোন ফটোগ্রাফার নই এবং ছবি ভাল তুলতেও পারিনা। সুতরাং এই পোষ্টে কোন প্রকার মানসম্মত ছবির আশা করলে চরম ভাবে আছাড় খাবেন বলে দিচ্ছি। মাগরিবের পরে বারান্দায় দাড়িয়ে আছি দেখি চারপাশে অনেক আলো কিন্তু আকাশে চাঁদ। ভাবলাম ছবি তুলেই ফেলি দিনের আলোয় চাঁদ মামা একটু অন্ধকার নামলে রাতের বেলা এতো দেখলেন আসমানের চাঁদ। এবার দেখুন জমিনের চাঁদ বান্ধবীর সাথে পাবলিক লাইব্রেরী গেলে সেখানে দেখি এক পিচ্চি বাবু পিচ্চি এক ছাতা হাতে এসেছে।

বড় বড় দুটো ঝুটি মাথায়, দেখতে বেশ লাগছিলো। দেখে ছবি তুলতে ইচ্ছে করছিলো কিন্তু মনে হচ্ছিল পিচ্চি যদই চিল্লানি দেয় তাই বান্ধবীকে বললাম, ও আবার এসব কাজে বেশ এক্সপার্ট। মোবাইলটা হাতে নিয়ে "দেখি বাবু তোমার একটা ছবি তুলি" বলতেই দাড়িয়ে গেল ছাতা মাথায় দাও বললে সাথে সাথে ছাতা মাথায় নামটা জিজ্ঞেস করতেই সাথে সাথে বলে দিলো। ঠিক বুঝিনি কি বলেছিলো। নামটা মনে হয় তাশফিয়া/আশফিয়া স্কুলে যাও জিজ্ঞেসক করলে হ্যা সুচক মাথা নাড়ায়।

=কোন ক্লাসে পড়ো? => প্লে তে কি সুন্দর করে পোজ দিয়েছে তাশফিয়া সোনামনি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।