আমাদের কথা খুঁজে নিন

   

এক জেলেকে ফেরত দির বিএসএফ

রোববার সকালে সীমান্ত এলাকার কয়েকজন ভারতীয় মনছুর আলীকে (৫৫) ধরে নিয়ে যায়। সন্ধ্যায় এক পতাকা বৈঠকে বিএসএফ তাকে হস্তান্তর করে বলে বিজিবি জানিয়েছে।
মনছুর রাজশাহীর চারঘাট উপজেলার মোক্তারপুর গ্রামের প্রয়াত তুফির উদ্দিনের ছেলে।
বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার সরকার মো. শামসুদ্দিন জানান, রোববার সকালে মনছুর আলী রাজশাহী সীমান্ত পিলার ৭২/১০-এর কাছে পদ্মা নদীতে মাছ ধরতে যান। এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলংগী থানার মাহাতাবসহ স্থানীয় কয়েকজন তাকে অপহরণ করে ভারতে নিয়ে যায়।
এ ব্যাপারে বিজিবির ইউসুফপুর বিওপি কমান্ডার ভারতের বামনাবাদ বিএসএফ ক্যাম্প কমান্ডারের সঙ্গে যোগাযোগ করেন।
পরে সন্ধ্যায় ইউসুফপুর বিওপি কমান্ডার এবং বামনাবাদ বিএসএফ ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত নিয়ে আসা হয়।
মনসুরকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয় বলেও বিজিবি কর্মকর্তা জানান।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।