আমাদের কথা খুঁজে নিন

   

রনির বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

শনিবার বিকালে রনিসহ অজ্ঞাতপরিচয়ের ২০/২৫ জনকে আসামি করে মামলাটি করেন ওই টেলিভিশনের সহকারী ব্যবস্থাপক ইউনুছ আলী।
মামলায় হত্যাচেষ্টা, মারধর ও ভাংচুরের অভিযোগ আনা হয়েছে।
দুপুরে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় রনির অফিসে ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক ইমতিয়াজ মমিন সনি ও ক্যামেরাম্যান মহসিন মুকুলকে আটকে মারধর করা হয়। মুকুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরাধবিষয়ক অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘তালাশ’ এর সংবাদ সংগ্রহের জন্য তারা সেখানে গিয়েছিলেন।


শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংসদ সদস্য গোলাম মাওলা রনির বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মামলায় বেশকিছু অভিযোগ আনা হয়েছে। ”
এদিকে ইনডিপেনডেন্টের বিরুদ্ধেও মামলা করবেন বলে জানিয়েছেন রনি।
সন্ধ্যা ৭টা ২০ মিনিটে মোবাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শাহবাগ থানায় ইনডিপেনডেন্টের মালিকের বিরুদ্ধে মামলা করার উদ্যোগ নিয়েছি। আমাকে অপহরণ চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে এ মামলা করবো।


কখন মামলা করবেন জানতে চাইলে রনি বলেন, “এখনই করবো। ”

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।