আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক - দূরের বন্ধুকে কাছে টানে আর কাছের বন্ধুকে দূরে ঠেলে দেয় ।

"ফেসবুক" সম্পর্কে নতুন করে পরিচয় করে দেয়ার মতো আর কিছু নাই। স্কুল পর্যায়ের ছেলে মেয়েরাও জানে "ফেসবুক" কী । "ফেসবুক" এর সুবিধা অসুবিধা নিয়ে পত্র-পত্রিকায় কম লেখা-লেখি হয় নি। আজ আমি নতুন একটি বিষয় উপস্থাপন করছি। আর বিষয়টা হচ্ছে " ফেসবুক - দূরের বন্ধুকে কাছে টানে আর কাছের বন্ধুকে দূরে ঠেলে দেয় " ।

এর জন্য একটি উদাহরন দিয়ে ব্যাপারটি পরিষ্কার করছি । বাংলাদেশের স্বীকৃত একটি বিশ্ববিদ্যালয় ছাত্র সাকিব । আনুমানিক দুই বছর ধরে সে "ফেসবুক" ব্যবহার করে । স্বাভাবিক ভাবেই বিশ্ববিদ্যালয়ে তাঁর নিজস্ব একটি বন্ধু মহল আছে । খেলাধুলাও করে ।

বলতে গেলে সে অনেকটা আড্ডাবাজ টাইপের ছেলে । তবে মন মানুষিকতা খুব ভালো । ধীরে ধীরে তাঁর "ফেসবুক" ব্যবহার অস্বাভাবিক হয়ে গেলো । ২৪ ঘন্টার মধ্যে প্রায় ১৫-১৬ ঘন্টা অনলাইনে থাকতো । বন্ধুদের মধ্যে বলাবলি শুরু হয়ে গেলো যে ও মনে হয় কারো সাথে গভীর সম্পর্কে জরিয়ে পরেছে,যা খুবই স্বাভাবিক ।

কিন্তু দেখা গেলো তেমন কিছুই নয় । যাই হোক,এক পর্যায়ে সে আড্ডাবাজি বন্ধ করে দিলো,খেলাধুলাতেও তেমন মন ছিলো না। এখানে একটি কথা উল্লেখ্য যে,সে আন্ত-বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার প্রতিযোগী । ফ্রেন্ড সার্কেল থেকে সে আলাদা হয়ে গেলো । ইভেন, ওর প্রেমিকার সাথেও সম্পর্ক নষ্ট হতে চলেছে ।

তাই আজ বলতে বাধ্য হচ্ছি " ফেসবুক - দূরের বন্ধুকে কাছে টানে আর কাছের বন্ধুকে দূরে ঠেলে দেয় " । বিঃ দ্রঃ "সাকিব" নামটি ছদ্যনাম । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.