আমাদের কথা খুঁজে নিন

   

আাবারো কাদতে হলো...

তারা ভরা রাতের নিষাচর... অফিস শেষে ব্যস্ততার কথা নাইবা বললাম। তাই আর অন্য কোনদিকে চোখ দেওয়ার সময় থাকে না। কাজ শেষে বের হতে হতে খবরগুলো চোখ বুলিয়ে নেই। খবরটা দেখে থমকে দাড়াই.... "মিরসরাইয়ে ট্রাক খাদে: ৪৩ স্কুলছাত্র নিহত" ছোটবেলা আমরাও খেলতে যেতাম দল বেধে... আসার সময় হৈ হৈ করে ফিরতাম বাস ট্রাক যাই পাই..ওরাওতো এমনি ছিলো। হৃদয়টা ভারাক্রান্ত হয়ে গেল আজ।

কতগুলো স্বপ্নের অপমৃত্যু হলো...নিষ্ঠুর নিয়তির কাছে। "চট্টগ্রামের মিরসরাইয়ে স্মরণকালের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪৩ স্কুল ছাত্র নিহত হয়েছে। আজ সোমবার বেলা দেড়টার দিকে মিরসরাই স্টেডিয়াম থেকে ফুটবল খেলা দেখে এলাকায় ফেরার পথে ছাত্রদের বহনকারী একটি ট্রাক রাস্তার পাশে খাদে পড়ে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। এদিকে স্থানীয় বিভিন্ন সূত্র নিহতের সংখ্যা অন্তত ৪৫ বলে দাবি করছে। রাত ৮টায় আবু তোরাব মিয়ামী উচ্চ বিদ্যালয় মাঠে নিহত ৪২ ছাত্রের জানাজা অনুষ্ঠিত হয়।

সারিবদ্ধ এতো মানুষের জানাজা এরআগে কখনোই দেখিনি মিরসরাইয়ের মানুষ। জানাজায় হাজার হাজার মানুষ যোগ দেয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. মো. আফছারুল আমীন, চট্টগ্রাম বিভাগের ডিআইজি নওশের আলী, এসপি, বিভাগীয় কমিশনার এ সময় উপস্থিত ছিলেন। জানাজায় অংশ নেয়া নিহতর স্বজনদের আহাজারিতে পুরো এলাকার পরিবেশ ভারি হয়ে উঠে। এদিকে এ ঘটনায় পুরো মিরসরাইয়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। বিভিন্ন মিডিয়ার সংবাদদাতারা শীর্ষ নিউজ ডটকমকে জানান, এমন হৃদয়বিদারক ঘটনা দেখেও কিভাবে যে এখনও টিকে আছি তা বুঝতে পারছি না। সাংবাদিক জীবনে অনেক দুর্ঘটনা দেখেছি, কিন্তু এতগুলো কিশোর লাশের মিছিল দেখে উপস্থিত কেউই ঠিক থাকতে পারছে না। তারপরও উদ্ধার কর্মীরা থেমে ছিল না তাদের উদ্ধার কাজে। কেউ কেউ আবার স্বজনের লাশ দেখে স্তব্ধ।

এত লাশের ভিড়ে একটা লাশকে যেন কিছুই মনে হচ্ছে না। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মিরসরাই উপজেলা সদরে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট দেখে মিয়ামী উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা ট্রাকযোগে ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ট্রাকটি আবু তোরাব বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে খালে পড়ে যায়। এ সময় ছাত্ররা ট্রাকের নিচে চাপা পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় এলাকাবাসী প্রথমে উদ্ধার কাজ চালিয়ে বেশ কিছু লাশ উদ্ধার করে।

পরে সীতাকুণ্ড থেকে ফায়ার সার্ভিস এবং মিরসরাই থানা পুলিশ গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের হাজার হাজার লোক ঘটনাস্থলে ছুটে আসে। এতে উদ্ধার তৎপরতা কিছুটা ব্যাহত হয়। স্থানীয়রা জানান, ট্রাকটিতে অন্তত ৬০ থেকে ৭০ জন ছাত্র ছিল। ফায়ার সার্ভিস এবং পুলিশ জানিয়েছে, বিকেল ৫টার দিকে উদ্ধার কাজ শেষ হয়েছে।

" আজ কান্নায় বিদায় জানাই সব..। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.