আমাদের কথা খুঁজে নিন

   

বিচিত্র যত বিল্ডিং (পর্ব – ১)

খ্যাতিমান আর্কিটেক্টদের কাজ দেখলে আমরা যারা চুনাপুটি আর্কিটেক্ট তারা হা করে থাকি - কি করে তিনি এই কনসেপ্ট ভাবলেন! অনেক বিল্ডিংই আছে যা প্রায় অবিশ্বাস্য! কি আশ্চর্য তার কম্পোজিশান, প্ল্যানিং, স্পেস ফ্লো, সলিড-ভয়েড রিলেশানশীপ, থ্রি-ডি মাসিং, ফাংকশনাল সলিউশান! আর অভিবাদন সেই প্রকৌশলীদের যারা এই আশ্চর্য নকশাগুলোকে বাস্তবে রূপদান করেন। ১) হ্যাবিট্যাট ৬৭ (মন্ট্রিল, কানাডা) ১৯৬৭’র এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত মন্ট্রিলে এক্সপো-৬৭ (1967 International and Universal Exposition) অনুষ্ঠিত হয়েছিলো। গৃহায়ণ ছিলো তার অন্যতম থীম। তারই অংশ হিসেবে প্রখ্যাত আর্কিটেক্ট মোশে সাফদি এটা ডিজাইন করেন। এটা ছিলো তার McGill University’তে করা মাস্টার্স থিসিসের ওপর ভিত্তি করে।

অনেকগুলো কিউবের সমষ্টি। স্থাপত্য বিভাগের ছাত্রাবস্থায়েই এর সাথে স্থপতিদের পরিচয় ঘটে। তাই এটা তাদের কাছে নতুন কিছু নয়, কিন্তু আমি বিভিন্ন সময়ে বন্ধু বা সহকর্মী প্রকৌশলীদের এটা দেখিয়ে আলাপ করেছি। একটাই জবাব – আমাদের দেশে সম্ভব নয়। ২) ড্যান্সিং হাউস বা ড্যান্সিং বিল্ডিং (প্রাগ, চেক প্রজাতন্ত্র) এটার সাথে প্রায় সবারই পরিচয় আছে।

আমাদের দেশের বিভিন্ন পত্র-পত্রিকায়ও এর ছবি এসেছে। এর স্থপতি দু’জন, ভ্লাদো মিলুনিচ আর ফ্র্যাংক গেরী। ফ্র্যাংক গেরীর বেশীরভাগ কাজই Deconstructivism রীতির। এখানেও তার ব্যতয় ঘটেনি। ৩) ক্যানসাস সিটি পাবলিক লাইব্রেরী (মিসৌরী, আমেরিকা) এটা আসলে লাইব্রেরীর পার্কিং গ্যারাজের এক্সটেরিয়র, মাইলার বোর্ড দিয়ে তৈরী।

ক্যানসাস শহরের বাসিন্দাদের অনুরোধ করা হয়েছিলো তারা যেন গুরুত্বপূর্ণ কিছু বইয়ের টাইটেলের ব্যাপারে মতামত দেন। সেই জরীপের ভিত্তিতে ২২টি বই বাছাই করা হয়। রোমিও অ্যান্ড জুলিয়েট, দ্য ইনভিসিবল ম্যান যেমন রয়েছে, তেমনি আছে লর্ড অফ দ্য রিংস। এ দিয়ে নগরবাসীকে ক্যানসাসের মূল লাইব্রেরী (Downtown Central Library)ব্যবহারের অনুপ্রেরণা দেয়া হয়েছে। 8) দ্য ক্রুকেড হাউজ (সোপোত, পোল্যান্ড) স্থানীয়ভাবে Krzywy Domek নামে পরিচিত।

Szotyńscy আর Zaleski এর ডিজাইনে তৈরী। বিখ্যাত চিত্রকর আর ছোটদের গল্পের বইয়ের ছবি আঁকিয়ে Jan Marcin Szancer আর Per Dahlberg এর আঁকা ছবির ওপর ভিত্তি করে এর ডিজাইন। ৫) দ্য বাস্কেট বিল্ডিং (নেওয়ার্ক, ওহাইয়ো, আমেরিকা) The Longaberger Company’র কর্পোরেট অফিস। স্টেট রুট ১৬’র ওপর অবস্থিত, স্থানীয় ল্যান্ডমার্ক। ১,৮০,০০০ স্কয়ার ফুটের বিল্ডিংটি মূলত: স্টীল স্ট্রাকচার।

ওপরে স্টুকোর ফিনিশ। ৩০ মিলিয়ান ডলার খরচ হয়েছে। অনেকে ডেভ লন্জাবার্জারকে এই উদ্ভট আইডিয়া ত্যাগ করতে বলেছিলেন। কিন্তু তিনি তৈরী করে ছেড়ে ছিলেন। পরে তার মেয়েরা এই ডিজাইনে অন্য বিল্ডিং তৈরী করা বাদ দিয়ে দেন।

৬) ম্যানচেস্টার সিভিল জাস্টিস সেন্টার (স্পিনিংফিল্ডস, ম্যানচেস্টার, ইংল্যান্ড) ক্যান্টিলিভারের বিস্ময়! এর আর্কিটেক্ট ডেন্টন কর্কার মার্শাল। আর যে প্রকৌশলীবৃন্দ স্থপতির এই অসাধ্য নকশাকে বাস্তবে রূপদান করেছেন তারা আর কেউ নন, বিখ্যাত মট ম্যাকডোনাল্ড। সব তথ্যই আর্কিটেকচারের বিভিন্ন বই, জার্নাল, ম্যাগাজিনে পাওয়া যাবে। আর নেট তো আছেই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।