আমাদের কথা খুঁজে নিন

   

জিহান জুনায়েদ'স ফটোগ্রাফিঃ এ ফটো ব্লগ

যে মুখ নিয়ত পালায়......। । প্রথমেই বলি আমি ছবির কিছুই বুঝি না। শুধু যে গুলো দেখে সুন্দর লাগে, সেগুলো ই মনে করি ভাল ছবি। সেই ফটোতুলক রে মনে করি গুড ফটোগ্রাফার।

ছবির ভিতরে যাকে বলে অন্তর্নিহিত কোন কারিশমা থাকতে পারে,যেটা দেখে বিশিষ্ট ছবি বোদ্ধারা ভাল খারাপ ছবি নির্ধারন করেন। আমি যেহেতু অন্তর্নিহিত কারিশমা বুঝি না, তাই এ সব বিবেচনা করার প্রশ্নই নাই। আমার দেখা অন্যতম সেরা একজন ফটগ্রাফারের নাম জিহান জুনায়েদ। ফেসবুকে তার এলবাম গুলোতে তোলা ফডুক গুলো সব সময়ই ভাল লাগে। ফেবুতে একটা পেজ আছে।

সেটা তে মাঝে মাঝে তার তোলা ফডুক গুলো শেয়ার করি। শেয়ার কৃত ছবিগুলা মানুষ পছন্দ ও করে। আজকে সামু তে তার তুলা কিছু ফডুক নিয়া ফডু ব্লগ দেয়ার নিয়তে আসলাম। তাহলে শুরু করা যাক সে ই ছবি ব্লগ, উপরে তিন ছবিতেই নৌকা আছে। এই নৌকা সম্বলিত ছবি দেয়ার পিছনে আওয়ামিলীগের নৌকা প্রতীকের কোন প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক নাই।

এমন একটি সুন্দর বাসার স্বপ্ন দেখে প্রতিটি পক্ষী। অবশ্যই এটি ডানো দুধের বিজ্ঞাপন না। এই ছবির নাম দেয়া যায় "একলা সাধক"। পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই মানুষ ও মহিষের বাচ্চা পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ছবিগুলো কেমন লাগলো জানাবেন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.