আমাদের কথা খুঁজে নিন

   

আমার স্বরনীয় একটা দিন আজ.....দোয়া চায় সবার কাছে......।

২০০৬ এর ১১জুলাই প্রথম দেখা হয় তোমার সাথে। দেখাটা অনেক মজার ছিল। তখন চিটাগাং ইউনির্ভাসিটিতে পড়ি। সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল। ৮টা্য় কর্নেলহাট থেকে গাড়ীতে উঠার কথা ছিল কিন্তু পৌছালাম ৮.৪৫ এ।

মেজাজটা এমন খারাপ হল যে বোজাতে পারবো না। রাগ নিয়ে কাউন্টার এ গেলাম পরের গাড়ির টিকিটের জন্য তাও পেলাম না। গেলাম সোহাগে সেখানে পেলাম G2। গাড়ী ১১.৩০ এ। এই সুযোগে নাস্তাটা শেষ করলাম।

১১.১৫ তে পৌছালাম কাউন্টারে। শরীরটা ও বেশি ভাল ছিল না। কেমন ঘুম আসছিল। জুস কিনলাম, mango জুস। আমার খুব প্রিয়।

খেতে খেতে গাড়ীতে উঠলাম। ছিট টা ছিল পিছনে। গেলাম ! আমার ছিটে জানালার পাশে একজন বসে আছে তাও আবার রমনী। বললাম, হেলো, window টা আমার। আমার দিকে একটু তাকাল কিন্তু অন্যভাবে, মনে হল আমাকে দেখে সে একটু বেশীই বিরক্ত হল।

সে উত্তর দিল window টা খুলে নিয়া যান না.... আমি আর কিছু বললাম না, পাশেই বসে পড়লাম। চুপ করে বসে রইলাম। জুস খাওয়ার ইচ্ছাটাও লোপ পেল। গাড়ি ছাড়ল... কিছক্ষন পরে আমি বললাম, ঢাকা যাবেন তো???/ সে বললো, না ঢাকার আগে নামব। -কোথায়??? -কেন আপনীও নামবেন নাকি আমার সাথে??? -না এমনিতই বললাম।

আমি আর কিছু বললাম না। কিছুক্ষন পরে ও ই বললো, -আমি ভবেরচর নামব -ও, চিটাগং এ কি পড়াসুনা করেন??? -হুম -কোথায় পড়েন?? -চিটাগাং মেডিকেল কলেজ -ও, ভাল!! ডাক্তার!!!আমি CU তে আছি। -হুম ভাল। এভাবে অনেক কথা হল। তার নামটিও জানা হল, স্নীদ্ধা।

কথা হল। মোবাইল নাম্বার দিল। আমি তারপর থেকে নিয়মিত কথা হত। এমনকি আমি australia চলে আসার পরেও নিয়মিত কথা হত। তারপর ২০১০ সালে আমাদের বিয়ে হয় পারিবারিক বাবে।

তাকে australia নিয়া আসি । তারপর থেকে ২ জন মিলে সুখের সংসার করছি... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.