আমাদের কথা খুঁজে নিন

   

এবার নতুন কৌশলে রবি

নতুন কৌশলে শুরু হয়েছে মোবাইল ফোন অপারেটর রবি’র ‘কে হতে চায় কোটিপতি’ প্রতিযোগিতার দ্বিতীয় পর্বের রেজিস্ট্রেশন। মোবাইল ফোনে কেবল রবি নম্বর থেকে ৭৭৭৭ নম্বরে কল করে রেজিস্ট্রেশন করা যায়। গতকাল সন্ধ্যা থেকে এ রেজিস্ট্রেশন শুরু হয়েছে। রবি এর আগে প্রথমবার রেজিস্ট্রেশন পর্বে এসএমএস-এর মাধ্যমে সব কর্মকাণ্ড পরিচালনা করলেও এবার আয় বাড়ানোর জন্য কৌশল পরিবর্তন করেছে। এ কৌশলের অংশ হিসেবে রাখা হয়েছে গ্রাহকদের জন্য কথা শোনার সুযোগ- যাতে আগ্রহীরা ফোন করে মিনিটের পর মিনিট কথা শুনে ও বলে সব জানতে পারেন।

এ কথা শোনার জন্য একজন গ্রাহককে এক মিনিটে প্রতি ৬ টাকা ৯০ পয়সা, দুই মিনিটে ১৩ টাকা ৮০ পয়সা দিতে হবে। ৬০ সেকেন্ড পালস করার কারণে কোন গ্রাহকই এক মিনিটের কম সময়ের ট্যারিফ দেয়ার সুযোগ পাবেন না। সূত্র জানায়, রবি প্রথমবার ‘কে হতে চায় কোটিপতি’র এসএমএস চার্জ থেকে যে পরিমাণ টাকা আয় করতে চেয়েছিল এবং গ্রাহক তৈরি করতে চেয়েছিল তা করতে পারেনি। এ জন্য এবার তারা মাত্র ১৪৩ টাকায় নতুন করে সিম ছেড়েছে। সাধারণ বাজারে অবশ্য তাদের সিম পাওয়া যাচ্ছে ৮০ টাকা থেকে ১৫০ টাকায়।

সূত্র জানায়, এ প্রতিযোগিতায় এক কোটি টাকা দেয়ার ঘোষণা দিলেও রবি কমপক্ষে ৫০ কোটি টাকা এ খাত থেকে তুলে নিতে চায়। কারণ তারা ১৫টি প্রশ্নের সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেবেন এক কোটি টাকা। তবে একাধিক প্রতিযোগীও ওই টাকা নিয়ে যেতে পারেন। কিংবা অনেকেই ৫ থেকে ১০টি প্রশ্নের উত্তর দিয়েও পাবেন অনেক টাকা। এ কারণে রবি এবার বাড়তি টাকা আয় করতে চাইছে।

বিটিআরসি’র সূত্র জানায়, দেশে কোন মোবাইল ফোনে কল করার জন্য মিনিট প্রতি ৬ টাকা ভ্যাট সহ ৬ টাকা ৯০ পয়সা কল রেট না থাকলেও এবার তারা ওই হারে টাকা নিচ্ছে। এছাড়াও প্রতি এসএমএস-এর জন্য আগের নিয়মে চার্জ নেয়া হচ্ছে ৬ টাকা ৯০ পয়সা। রবি’র এ প্যাকেজ ছাড়া অন্য কোন এসএমএস চার্জ এত নেই। তারা সরকারের অর্থ মন্ত্রণালয় থেকে ওই রেট পাস করিয়ে নিয়েছে। বিটিআরসি’র সংশ্লিষ্ট বিভাগের পরিচালক বলেন, কোনভাবেই এক মিনিট কলচার্জ ৬ টাকা ৯০ পয়সা ও একটি এসএমএস চার্জ ৬ টাকা ৯০ পয়সা হতে পারে না।

তারপরও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে তারা এর আগেও এ পরিমাণ অর্থ আদায় করেছে, এবারও করছে। তিনি বলেন, এ বিষয়ে আমাদের করণীয় কিছুই নেই। সরকার অনুমোদন দিলে সেখানে আমাদের করার কিছুই থাকে না। তবে আমি জানি এটি ঠিক হচ্ছে না। তিনি বলেন, আমার মতে গ্রাহকদের এ ব্যাপারে ভেবেচিন্তে প্রতিযোগিতায় অংশ নেয়া প্রয়োজন।

এদিকে গতকাল রাত থেকে টিভিতে শুরু হয়েছে রবি’র ‘কে হতে চায় কোটিপতি’ প্রতিযোগিতার ফাইনাল পর্ব। আয়োজকদের টার্গেট- প্রথম পর্যায় তারা চালাবেন পুরো ২০১১ সাল পর্যন্ত। ২০১২ সালে শুরু করবেন দ্বিতীয় পর্যায়। এ সময় থাকলেও এখন থেকেই দ্বিতীয় পর্যায়ের রেজিস্ট্রেশন শুরু করেছেন। গতকাল থেকে এ জন্য তারা বিজ্ঞাপন প্রচার শুরু করেছেন।

গতবারের মতো এবারও এক-একজন গ্রাহককে একটি প্রশ্নের উত্তরের জন্য দু’বার কল করতে হবে। এছাড়াও রেজিস্ট্রেশনের জন্য আলাদা একটি এসএমএস করতে হবে। প্রশ্ন ও উত্তরের অপশন জানা না থাকলে *১৪০*৭৭# ডায়াল করে জেনে নিতে হবে। এরপর পাঠাতে হবে ৭৭৭৭ নম্বরে। এরপর রেজিস্ট্রেশনের জন্য তৃতীয় এসএমএসটি পাঠাতে হবে।

এক-একজন প্রতিযোগীকে প্রথম দিনে একটি প্রশ্নের উত্তর দেয়ার জন্য কমপক্ষে তিনটি করে এসএমএস পাঠাতে হবে। এভাবে তারা আগের বারের মতো গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আয়ের কৌশল করেছেন। প্রতিযোগিতায় অন্য কোন মোবাইল ফোন অপারেটরের গ্রাহক অংশ নিতে পারবেন না। অন্য কোন কোম্পানির মোবাইল ফোন থেকে এসএমএস পাঠালেও হবে না। সূত্র জানায়, রবি আসলে গ্রাহক বাড়াতে চাইছে।

পাশাপাশি আয়ও বাড়াতে চাইছে। সূত্র জানায়, এ প্রতিযোগিতার আয়োজনকে তারা স্বয়ংক্রিয় কম্পিউটারভিত্তিক প্রক্রিয়া বলে দাবি করেছে। প্রথমবার যারা রেজিস্ট্র্রেশন করেছিলেন তাদের অনেকেই স্বয়ংক্রিয় কম্পিউটার পদ্ধতিতে সিলেকশন মেসেজ পেয়েও প্রতিযোগিতায় ডাক পাননি। আবার এমনও রয়েছে যিনি প্রতিযোগিতায় সিলেকশনের জন্য মেসেজ পাননি তাকে প্রাথমিক সিলেকশনের জন্য ডাকা হয়েছে। এবারও এই ধরনের ঝামেলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অংশগ্রহণে ইচ্ছুক গ্রাহকদের দাবি- স্বয়ংক্রিয় কম্পিউটার ভিত্তিক প্রতিযোগিতার কথা বলে যেন তাদের খেয়ালখুশি মতো কাউকে নির্বাচন করা না হয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.