আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা-ময়মনসিংহ রোডের চরম দুরাবস্থা

একজন সুনাগরিক ময়মনসিংহ বাংলাদেশের একটি অতি গুরুত্ব পূর্ণ শহর। এখানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল,বাংলাদেশ এগ্রিকালচার বিশ্ববিদ্যালয় ,টিচার্স ট্রেইনিং কলেজ ,সিবিএমসি হাসপাতাল সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। শুধু তাই নয়,রাজধানি ঢাকার কাছাকাছি বিধায় এই শহরের গুরুত্ব আরও বেশি। কিন্তু বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রোডে যাতায়াত করা পুরোপুরি দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। শ্রীপুর-ভালুকা অংশের রাস্তা জায়গায় জায়গায় ভেঙ্গে গিয়েছে।

একটু বৃষ্টি হলেই পুরো রাস্তা পানিতে ডুবে যায়। তখন বাস চালানোই অসম্ভব হয়ে দাঁড়ায়। ৩ ঘণ্টার রাস্তা পার হতে এখন কমপক্ষে ৫-৬ ঘণ্টা লেগে যায়। রেল যোগাযোগের মধ্যেও ভোগান্তির শেষ নেই। ৭ দিন আগেও নির্ধারিত দিনের টিকেট পাওয়া যাচ্ছেনা।

বেশিরভাগ সময়ই ট্রেন লেট থাকে। মহিলা যাত্রীদের জন্য একা একা ট্রেনে আসাযাওয়া করা অনিরাপদও বৈকি !বাস মালিক সমিতি সিদ্ধান্ত নিয়েছে যে ১৩ তারিখের ভিতরে রাস্তা ঠিক করার কাজ শুরু না করা হলে এই রোডে সব বাস চলাচল বন্ধ থাকবে। যদি তাই হয়,তাহলে ঢাকার সাথে ময়মনসিংহ-এর মত একটি গুরুত্বপূর্ণ শহরের যোগাযোগ ব্যবস্থা অনেকাংশে অচল হয়ে পরবে। এই ব্যাপারে সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।