আমাদের কথা খুঁজে নিন

   

চ্যাট করে কিছু বাড়তি আয়ঃ অনলাইন উপার্জনে আগ্রহীরা দেখতে পারেন

ভেবেছিলাম নিজেকে স্রোতের বিপরীতে একজন... ফেসবুকের ধারনাকে কাজে লাগিয়ে এখন অনেক সাইট তৈরি হচ্ছে যারা তাদের ইনকামের একটা অংশ গ্রাহকদের সাথে শেয়ার করে। ফ্রোটুজি (Fro2g) এমনই একটা সাইট। এই সাইটটিতে আপনি চ্যাটিং এর মাধ্যমে আয় করতে পারবেন। মূলত ভিজিটর থেকেই এর আয়। এই সাইট মাসে যা আয় করে, তার ৮০% গ্রাহকদের সাথে শেয়ার করে।

যেভাবে এখান থেকে আয় করতে পারবেনঃ এখানে অনেকভাবেই ইনকাম করা যায়, তবে সবচেয়ে সহজ উপায় হল চ্যাট। চ্যাটিং এর জন্য বিভিন্ন রুম আছে। ওয়ার্ল্ড রুমে সবসময়ই মানুষ থাকে। এছাড়াও এখানে এশিয়া রুম, ইউরোপ রুম ইত্যাদি অনেক রুম আছে। ওয়ার্ল্ড রুমে ইংলিশ ব্যাতিত অন্য ভাষা ব্যবহার করা যাবে না।

অন্যান্য রুমে অন্য ভাষা ব্যবহারযোগ্য। এশিয়া রুমে প্রচুর বাংলাদেশী পাবেন। চ্যাট করতে হবে কাউকে ট্যাগ করে। ৪০ (চল্লিশ) অক্ষর বা ক্যারেক্টারে করে একটা লাইন লিখতে হবে। এরকম ৫০০ লাইন কনভার্ট হয়ে ১ ক্রেডিটে রুপান্তরিত হয়।

ক্রেডিটের আর্থিক হিসাবটা পরে দিচ্ছি। যেভাবে শুরু করবেনঃ http://www.fro2g.com/register.php?ref=mtwoki এই লিঙ্কে (এইটা আমারা রেফারাল লিঙ্ক। আপনিও আপনার রেফারাল লিঙ্কে বন্ধুদের জয়েন করাতে পারেন, তবে এইখানে রেফারাল ছাড়াও ভালো আয় করা সম্ভব। ) গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশান ফর্ম পুরন করুন। info টা ফেসবুক ইনফোর মতো, আপনার সম্পর্কে কিছু লিখবেন।

এখানে আপানর alertpay mail id দিতে হবে। যদি না থাকে, Click This Link এখান থেকে একটা alertpay id খুলে নিন। ফর্ম পুরন করে submit করুন। রেজিস্ট্রেশান হয়ে গেলে লগ ইন করুন আপনার আইডি আর পাসওয়ার্ড দিয়ে। ভিতরে এসে উপরের দিকে ৮টি লেখা পাবেন “Fro2g Chat”, “Rules”, “Articles”, “Statistics”, “Percent Point” ইত্যাদি।

“Fro2g Chat” এ ক্লিক করুন। আপনাকে world room এ নিয়ে যাবে। এখানে সবসময় মানুষ পাবেন। এখানে ইংরেজিতে লিখতে হবে। কারও নামের ওপর ক্লিক করুন, এবার বক্সে তার নাম চলে আসবে।

ডানপাশে ক্যারেক্টার ক্যালকুলেটর দেখতে পাবেন। আপনি লিখলে এখানে কত ক্যারেক্টার লিখেছেন, তা দেখতে পাবেন। ৪০ ক্যারেক্টার ছাড়া এন্টার চাপবেন না। ৪০ ক্যারেক্টার না হলে, কোনো না কোনো ভাবে ৪০ ক্যারেক্টার বানাবেন। যদি বাংলায় বা অন্য কোন ভাষায় চ্যাট করতে চান, তাহলে আপনার চ্যাট উইন্ডোর উপরে বা দিকে room এর উপরে মাউস ধরুন।

অন্যান্য রুমের নাম দেখতে পাবেন। যেটা পছন্দ হয় ঢুকে পড়ুন। তবে বাংলাদেশী পাবেন world আর asia room এ। asia room এ বাংলা অথবা যা ইচ্ছা লিখতে পারবেন। তাহলে শুরু করে দিন।

আপনি কত লাইন লিখলেন, কত ইনকাম করলেন টা দেখার জন্য উপরে “Statistics” এ ক্লিক করুন। পেমেন্ট স্ট্যাটাসও দেখতে পাবেন। নতুন ব্যবহারকারীরা পেমেন্ট স্ট্যাটাস “Not Eligible” দেখতে পাবেন। এর মানে আপনি সে মাসে পেমেন্টের জন্য নির্বাচিত নন। এক্ষেত্রে, আপনাকে যা করতে হবে, মাসে অন্তত ১০ দিন একটিভ থাকতে হবে, লগ ইন করতে হবে এবং চ্যাটিং এ অন্তত ১ টি বাক্য লিখতে হবে।

কোনো সমস্যা হলে চ্যাট রুমে থাকা হেল্পার/সুপারভাইজর/মডারেটরের সাথে কথা বলবেন। তারা সারাক্ষন এ কাজে নিয়োজিত থাকে। প্রাইভেট চ্যাট করার জন্য, কারো নামের পাশে “Profile” এ ক্লিক করবেন। তারপর ডানপাশে, “Private Chat” অপশন পাবেন। এইভাবে প্রাইভেট চ্যাট করতে পারবেন হেল্পার/সুপারভাইজর/মডারেটরের সাথে।

তবে, প্রাইভেট চ্যাটে লিখা কথা লাইন হিসেবে কাউন্ট হবে না। এখানে জমানো ক্রেডিটের মূল্য দিয়ে অথবা এলার্টপে ডলার দিয়ে আপনি লাইফ টাইম ক্রেডিট বা তাদের ভাষায় percent point কিনতে পারবেন। এ ব্যাপারে “percent point” বিস্তারিত তথ্য পাবেন। এই ক্রেডিটগুলোর সমমানের ডলার প্রতি মাসে আপনার এলার্টপে অ্যাকাউন্টে জমা হবে। ক্রেডিটের আর্থিক হিসাব : ফ্রটুজী কর্তৃপক্ষ সাধারনভাবে এক ক্রেডিটের মূল্য 1.066 ডলার ঘোষণা করেছে।

তবে যেহেতু আগেই বলা হয়েছে তারা তাদের মাসিক ইনকামের ৮০% গ্রাহকদের সাথে শেয়ার করবে, তাই তাদের মাসিক ইনকামের উপর নির্ভর করে এই ক্রেডিট ভেল্যু কম বেশি হতে পারে। সাইটের রেভিনিউ ও ক্রেডিট ভেল্যু বাড়ানোর জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে চ্যাট করার সময় চ্যাট উইন্ডোর উপরের “detailed statistics” অপশনটি কিছুক্ষণ পরপর কিক্ল করে ওই পেজটার দুইপাশের এডগুলো ৩-৪ মিনিট করে একটা আলাদা ট্যাব এ খুলে রাখুন। এই সাইট টাকা দেয় এলার্টপে এর মাধ্যমে। যেহেতু, এলার্টপে’র মিনিমাম পে-আউট ১ ডলার তাই এখানেও ১ ডলার। আর alertpay থেকে কিভাবে টাকা তুলতে হয় এইটা যারা জানেন না, তাদের জন্য বলছি যে, alertpay account থেকে টাকা master card অথবা bank account এর মাধ্যমে তোলা যায়।

তবে সবচেয়ে ভালো উপায় হল অনলাইনে ডলার বিক্রী করে দেয়া। যদি নিজে বিক্রী করতে না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, বিক্রী করে দেবো। মোটামুটি যতটুকু সম্ভব খুঁটিনাটি ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর কোথাও না বুঝলে কমেন্ট করবেন।

ভালো লেগে থাকলে ঘুরে আসতে পারেন। ভালো না লাগলে দয়া করে আজেবাজে মন্তব্য না করার অনুরোধ করছি। ভালো থাকবেন সবাই, ভবিষ্যতেও ভালো ইনকাম সাইটের ব্যাপারে তথ্য দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।