আমাদের কথা খুঁজে নিন

   

ইয়াহু মেসেন্জারে এক চ্যাট উইন্ডোতে একাধিক চ্যাট ট্যাব

একটি ভীষণ না থাকাকে সঙ্গে নিয়ে প্রতি রাতে ঘুমাতে যাই

একসাথে ২/৩ জনের বেশি মানুষের সাথে ইয়াহুতে চ্যাট করতে গেলে কি হয়? টাস্কবারে একসাথে সেই ২/৩জনের চ্যাট উইন্ডো ওপেন হইয়া থাকে। এরপর আছে আরো ঝামেলা। ধরেন, সেই উইন্ডোগুলা ডেস্কটপেও থাকে। ম্যালা জায়গা (এখানে মেমরি বুঝাই নাই) খরচ। এরপর ধরেন, কারে কি কইতে গিয়া কোন উইন্ডোতে কি লিখা ফালাইবেন!!! তাহলে আসেন কাজের কথায়।

একটা সফটওয়ার দেখলাম। জিনিস ভালো। মজিলা ফায়ারফক্সের মত একটা মেসেন্জার উইন্ডোতে কয়েকটা ট্যাব বানাবে। তাহলে ধরেন গিয়া আপনি ১০ জনের সাথে চ্যাট করলে টাস্কবারে একটাই উইন্ডো শো করবে, কিন্তু ডেস্কটপে আলাদা ১০টা উইন্ডো শো না করে একটার ভিতর ১০টা ট্যাব শো করবে। আসেন, ফটু দেখি।

আপনার নরমাল চ্যাট উইন্ডো: ৩জনের সাথে চ্যাট করার সময় আপনার উইন্ডো: নতুন মেসেজ আসলে এলার্ট দিবে(ইয়াহুর ডিফল্ট সাউন্ড তো দিবেই): এবার আসেন সফটওয়ারের কথায়। ১.৮ মেগাবাইট। ইন্সটলের সময় একবার বলবে যে উইন্ডোজের একটা প্রোটেক্টেড ফাইল তারা চেন্জ করতে পারবে না। আপনি মাথা ঝাকিয়ে "ok" প্রেস করবেন। দেখবেন, ঐ একটা ফাইল চেন্জ না করেই সম্পূর্ন ইন্সটলেশন সম্পন্ন হয়েছে।

এইডা চালানোর আগে শিউর হইয়া নেন যে আপনার সব চ্যাট উইন্ডো ক্লোজ আছে। এই সফটওয়ার ব্যাকগ্রাউন্ডে চলবে (এটার জন্য আবার আলাদা কোনো উইন্ডো টাস্কবারে শো করবো না )। বের হয়ে আসার জন্য সিস্টেম ট্রে (নিচে ঘড়ির পাশে) থেকে "Quit" করুন। তাহলে আবার ডিফল্ট ইয়াহু সেটিংসে চলে যাবেন। লিংক: মিডিয়াফায়ার: http://www.mediafire.com/file/5mgymnmwnn2/tab in yahoo messenger.msi ডিরেক্ট লিংক: Click This Link রেপিডশেয়ার (ফ্রি একাউন্টে হোস্ট করা হইছে, তাই মাত্র ১০জন ডাইনলোড করতে পারবেন, আপনার উপরের ২টায় সমস্যা হলেই কেবলমাত্র এখানে আসবেন): Click This Link


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।