আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা কে কেনো অযোগ্য নগরী ঘোষণা করা হবেনা ? আর না করা হলে নীতি নির্ধারকদের কে অযোগ্য বলে ঝাটা মারা হোক। এক জন আম জনতার আর্তনাদ

আজ সকাল ৭টা আমি দাড়িয়ে আমার এলাকার মেইন রোডের মোরে । যাত্রাবারি মোরে যাবো বলে কিলবিল করা মানুষ গুলার সাথে লোকাল ট্রান্সপোর্ট এর জন্যে যুদ্ধ করছিলাম। কিন্তু এ যেনো সোনার হরিন কোন ট্রান্সপোটে উঠা । তার আগে বলে রাখি বর্তমান ঢাকা ৫ আসন এর আওয়ামি এম পি সাহেব হাবিবুর রহমান মোল্লার বদন্যতায় আমাদের ঢাকা ডেমরা রোডে কোন কাউন্টার বাস ঢুকতে দেয়না কারন তার নিজের লোকাল বাসের ব্যবসা মাইর খাবে বলে হা হা হা । তাই অনেক সংকট ট্রান্সপোর্টের ।

কি আর করা অবশেষে দারে দারে ঘুরার পালা তাই দিল দরিয়া কোন রিক্সাওয়ালার খোজে নেমে পরলাম। আমিঃ খালি যাইবা যাত্রাবারি রিক্সাওয়ালাঃ না যামুনা য্যাম (ভাব লইয়া) বার বার প্রতি দারে দারে... আমিঃ মামা যাইবা (অনেক নরম সুরে কারন ঠেকা আমার ) দিল দরিয়া এক রিক্সাওয়ালাঃ অন্য দিকে মুখ ঘুরিয়ে ৬০ টাকা (শুনে অবাক:O আসোল ভারা ১৫- ২০ টাকা ) বেটা রিক্সাওয়ালা যেনো সম্রাট সাজাহান আর আমি প্রজা , ১ টাকা ছার নাই । কি আর করা ৯ টায় এক্সাম তাই উঠে পরলাম , ওই দিকে রিক্সায় উঠে পিছোনে শুনি একটা বাস আসছে মনে হয় দারুন ক্যাচাল পাব্লিক হুম্রি খেয়ে পরছে, কে কার পায়ে, বুকে পেটে যাতা মেরে কার আগে কে উঠবে সেই পায়তারা, মহিলারাও পিছিয়ে নেই সেই যুদ্ধে । একবার তো আমার একখান চশমা শাহাদাত বরন করেছিলো এই যতাযাতির যুদ্ধে । যাই হোক নিজেকে আমার মনে মনে সিসা যুক্ত কালো ধোয়াছন্ন এই নগরির ফুর ফুরে বাতাসে ভাগ্যবান মানুষ মনে হলো, কারন আমি তো পেলাম একটা রিক্সা !!!!!!!! ।

অর্ধেক পথ যেতে দেখি এক ফ্রেন্ড দাড়িয়ে আছে ভিক্ষুক এর মত যেন তার চোখে মুখে একটা ট্রান্সপোর্ট ভিক্ষার করুন আকুতি , আহা দেখে মায়া হলো, তাই ডেকে নিলাম আমার রিক্সায় । যাত্রাবারি মোরে নেমে ভারা দিলাম ৬০ টাকা :'( ,রিক্সাওয়ালা হাত পেতে আর দশ টাকা চাইলো :O । কারন মাঝ পথে আরেক জন কে কেন উঠালাম !!!!!! মেজাজ চরম গরম হয়ে গেল , রিক্সাওয়ালার হাত থেকে টাকা নিয়ে চরম রেগে কইলাম তোরে আমি তোর এই ৬০ টাকাও দিমুনা যা ভাগ > । অবসেষে নাফরমান রিক্সাওয়ালা ৬০ টাকা নিয়েই বিদায় হলো । এখন নেক্সট মিশন লক্ষিবাজার, জগু বাবুর পাঠাশালা জগন্নাত এর ওখানে ।

অনার্স ইয়ার ফাইনাল এক্সাম ছিল আজ সিট পরেছে চিপার মাঝে সোহোরাওয়ার্দি কলেজে :'( । দেখলাম ধোলাই খাল রোডের হাফ মাইল জুরে মানুষের লম্বা লাইন প্রখর রোদে লেগুনার জন্যে , ফ্লাই ওভারের কাজ চলছে তাই ধুলায় যেন রোদের তাপ বরকত দিয়ে দিয়েছে। আবার সেই পুনারাবিত্তি , রিক্সার খোজ ২০ টাকার ভারা ৫০ টাকায় চুকিয়ে এক্সাম হলে গেলাম । গিয়ে দেখি আমার সিটের বেঞ্চ এর মাঝ খানে ফাটা , হায়রে বিডি হয়রে মোদের কপাল , সব যায়গায় ফাটা । ৪ ঘন্টা টানা এক্সাম দিয়ে বের হলাম দুপুর ১ টা বাজে।

এবার ফেরার বেলায় রিক্সাও পেলাম না :'( , প্রখর রোদে হেটে হেটে যাত্রাবারি ফিরলাম, তার পর বসায় বাই রিক্সা দুই ডাবল সময় ঘুচিয়ে জ্যামে সেম টু সেম কাহিনি । এই হল ঢাকার আম জনতার রোজকার কাহিনি !!! এই বার বলেন কেন থাকবো এই দেশে ? কেন এই নগরিকে অযোগ্য ঘোষনা করা হবেনা ? আর অযোগ্য বলে ঘোষণা না দিলি নীতি নির্ধারক দের অযোগ্য বলে ঝাঁটা মারা হোক। আমার কাছে তো মনে হয় এটা আফ্রিকার কোন জংলি দেশে থেকেও খারাপ হচ্ছে ওদের কারনে । ঢাকার রোজকার জান জটের এই একই রুপ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.