আমাদের কথা খুঁজে নিন

   

রাস্ট্রর আবার ধর্ম কি প্রসঙ্গে

নিজে শিক্ষিত হলে হবে না- প্রথমে বিবেকটাকে শিক্ষিত করতে হবে বাবু সাহেবরা বলেন রাষ্ট্রকি নামাজ পড়তে পারে যে ধর্ম থাকবে এই প্রসঙ্গে বলছি, রাষ্ট্র নামাজ পড়তে পারে না কথাও বলতে পারে না, রাষ্ট্রের ধর্ম থাকে কারন রাস্ট্রের ভিতর মানুষ থাকে- রাস্ট্রের যদি ধর্ম না থাকে রাষ্ট্রের ভাষা কী ভাবে থাকে? আমাদের রাষ্ট্র ভাষা বাংলা? রাষ্ট কি কথা বলতে পারে? রাষ্ট্রের যদি ভাষা থাকে ধর্মের ব্যাপারে আপত্তি কেন? রাষ্ট্রধর্ম ইসলাম হলেও দেশ ইসলামিক আইন কার্যকর করা হয় নি - সুতরাং কার্যকর করতে হবে কিছু কিছু ইসলামকি আইন, যা দ্বারা আর্থ সামাজিক উন্নয়ন হবে, দুর হবে ইভটিচিং সহ সকল নতুন ধরনের অপরাধ প্রবনতা রাস্ট্রে বসবাস করে মানুষ, মানুষকেই নিয়েই রাষ্ট্র, ধর্মহীন মানুষ পশুর সমান, যে দেশে যাদের সংখ্যাগরিষ্টতা সে দেশ তাদের ধর্ম থাকা দরকার নয় কী? আর প্রতিটি রাস্ট্রেরই একটি পরিচয় থাকার দরকার -যেমন মুসলিম রাষ্ট্র, হিন্দু স্থান - - পরিচয় হীন রাষ্ট্র খি ভাবে হতে পারে? রাষট্রধর্ম ইসলাম আছে আর তা থাকায় কারো যখন ক্ষতি হয় নি বরং লাভ বান হয়েছে তবে বাতিল করা জরুরী কেন? রাষট্রধর্ম ইসলাম থাকার পরও সুরঞ্জিত বিবু সংবিধান সংশোধন কমিটির প্রধান ইত্যাদি পদার্থ হচ্ছে যার ধর্ম আছে অপাদার্থ হচ্ছে তার ধর্ম নেই - ভুল বলাম কী? আর ধর্মহীন মানুষ পশুর সমান - প্রবাদে আছে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.