আমাদের কথা খুঁজে নিন

   

পরিমলের ফাঁসির দাবিতে ভিকারুননিসা স্কুলের ছাত্রীদের মানববন্ধন

পলিটিক্স মুক্ত গনতন্ত্র চাই রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মূল গেটের সামনে প্রতিষ্ঠানটির প্রাক্তন, বর্তমান ছাত্রী ও অভিভাবকেরা মানববন্ধন করেছেন। আজ শনিবার বেলা ১১টা থেকে একটা পর্যন্ত বেইলি রোডে ওই মানববন্ধন পালন করা হয়। তাঁরা মানববন্ধনে ধর্ষক পরিমলের ফাঁসি ও প্রতিষ্ঠানের অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন। মানববন্ধনে ছাত্রীরা অধ্যক্ষের পদত্যাগ দাবি করে স্লোগান দেয়। তারা ‘পরিমলের চামড়া তুলে নেব আমরা’, ‘নরপশুদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’—এসব স্লোগানও দেয় ।

এ সময় অভিভাবকেরা বলেন, ‘আমাদের মেয়েদের নিরাপত্তার দাবিতে রাস্তায় নামতে হয়েছে। ’ অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনা ঘটার পর ধর্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অধ্যক্ষের তিন সপ্তাহ সময় লেগেছে, যা এ প্রতিষ্ঠানের কাছ থেকে আশা করা যায় না। তাঁরা বলেন, মামলার এজাহারভুক্ত আসামি অধ্যক্ষ যাতে জামিন না পান। মানববন্ধনে পুলিশ ও র্যাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় প্রতিষ্ঠানটির সব গেট বন্ধ ছিল।

সিদ্ধেশ্বরী গার্লস কলেজের ছাত্রী-শিক্ষকেরাও মানববন্ধনে যোগ দেন। prothomalo ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।