আমাদের কথা খুঁজে নিন

   

ভেঁপু বাজাও জোছনার রাতে ;

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। শাফিক আফতাব....... সূর্য ডুবে যাবে। রেখা, রঙ, স্মৃতি ধুয়ে যাবে সন্ধ্যার আঁধারে।

ভুলে যাবে। প্রস্থানের পর। স্মৃতি, রঙ, রেখা আর প্রেমের অভিনীত প্রাঞ্জল বুলি কতদিন উর্বর করে রাখবে তোমাকে হৃদয়কে ? ধসে যাবেনা ? কালবৈশাখে। প্রতীতী প্রিয়তমা আমার ; খাবলে খাও, প্রেমের নির্যাস, চুষে খাও আমআঁটিঁ, তারপর ভেঁপু বাজাও জোছনার রাতে ; কেনোনা দেহের ফ্রেম থেকে প্রাণ উবেঁ গেলে পড়ে থাকবে কঙ্কাল কিছুদিন তারপর মৃত্তিকার জিপসাম হবে, ধানের পাটের নয়তো রবী শস্যের খাদ্য হবে। ২২.০৭.২০১৩ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।