আমাদের কথা খুঁজে নিন

   

আজ যে ডিভিডি/সিডিগুলো কিনলাম

এটা আমার জন্য অনেক সুখকর যে, আমি এখন ব্লগ ও ফেইসবুক থেকে নিজেকে আসক্তিমুক্ত রাখতে পারছি। পরিবার ও পেশাগত জীবনের কর্মব্যস্ততা অনেক আনন্দের। ... ব্লগে মনোযোগ দিতে পারছি না; লিখবার ধৈর্য্য নেই, পড়তে বিরক্ত লাগে। আইডিএ ভবন থেকে আজ নিচের ডিভিডি/সিডিগুলো কিনলাম: বাংলা ছায়াছবি ১। মাটির ময়না ২।

ওরা ১১ জন ৩। মনিহার ৪। এপার ওপার ৫। আলী বাবা ৪০ চোর ৬। উজান ভাটি ৭।

দুখাই ৮। পীচ ঢালা পথ ৯। চন্দ্রকথা ১০। দুই পয়সার আলতা ১১। তিতাস একটি নদীর নাম ১২।

সূর্য দীঘল বাড়ী ১৩। লাঠিয়াল ১৪। মেহের নেগার ১৫। পোকা মাকড়ের ঘর বসতি ১৬। নীল আকাশের নীচে ১৭।

গহীনে শব্দ ১৮। হারানো দিন পুরোনো দিনের বাংলাদেশি ছায়াছবির গান ১। রূপালী ফিতায় সোনালী অতীত ভলিয়্যুম-২ ২। রূপালী ফিতায় সোনালী অতীত ভলিয়্যুম-৪ ৩। রূপালী ফিতায় সোনালী অতীত ভলিয়্যুম-৫ বাংলাদেশের মিউজিক ভিডিও ১।

নিশা লাগিল রে ২। কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ৩। প্লে ! ফর দ্য গেইম লাবিবের জন্য ১। ওয়াল্ট ডিজনি কালেকশন - এ্যানিমেশন কার্টুন মুভি ২। স্পাইডার-ম্যান ৩।

এ্যানিমেশন ঠাকুরমার ঝুলি  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।