আমাদের কথা খুঁজে নিন

   

অন্তরনিহিত চাওয়া

সমস্ত প্রাগ কথন,,অনির্ধারিত কিছু শব্দ.. আমি কান পেতে থাকি বহুকাল সময়ের হিসেব নিকেশ বেহিশেবি জীবন যাপন আম্র বৃক্ষের ওই তলে যেখানে এখনো লেগে আছে আমার সেই হারানো শৈশব; আমি তাকেই খুজি নিরন্তর -এই ইট পাথরের কংক্রিটের দেয়াল ঘিরে.. অনেক বছরের ফেলে আসা কবিতা অবিরাম যেখান থেকে ছোটে রেল গাড়ি ঝিক ঝিক ঝিক জীবনের তার গুলো বেজে উঠে যেন কোন নৈশব্দের ভেতর থেকে ঘুংগুরের পদ ধ্বনি অনির্দিষ্ট কাল রাস্তার সেই আনকোরা পথের মাঝে হারানো সেই পথের ধুলায় ; অবিশ্রান্ত দেনা পাওনার হিসেব; বৈদ্যদের বাড়ীতে তখনো ঘাট হয়নি; ছিল কি যেন এক নৈশব্দের গোপন গোপন অভিসার আমার নিউরনের এক একটি কোটরে বাজে, তারে তারে তার লেগে যায় হেয়ালি চাওয়া কত কাল সেই পথ ; পথ হারা পথিক হারানো প্রিয়া জলাধার, বৃন্দামার দিঘি, পাহাড় শুয়ে থাকে আকাশের পানে শান্তির পাদদেশে অফুরন্ত চাওয়া আরেক বার হিসেবের নীল খাতায় এখনো পৃষ্ঠা দুই বাকি আকি বুকি কালো পাখি হরিনি চোখ পেখম মেলায় ময়ুরী ঘামে ভেজা ওষ্ঠা ধার কবি আর কবিতার শ্যাত শ্যাতে অন্ধকার; বই খাতা চৌকাঠ হারানো শৈশব....... মুখার্জিদের বাড়ীতে এখোন ঢাক ঢোল পিটিয়ে, নৈবদ্য সাজিয়ে, শতরন্জির আদর ঘেসা, ভালো লাগা পুজো শংখ ধ্বনি এখনো বাজে কিনা জানি না অথচ এখনো ঘুম ভাংগে সেই শব্দের ব্যান্জনে হারানো সেই পুজোয় সাদা কাপড় পান্জাবিতে নীল নকশায় আমি অনেক বার চেয়েছি বারংবার ফিরে পেতে নিজের কাছের সেই হারানো পিন্জর- যেখানটাতে লেগে থাকত মাটির সেই স্নিগ্ধ ঘ্রান ;আহ কত বার ঘুমের মধ্যে জেগে গেছি ; সেই ঝি ঝি পোকা সীতাকুন্ড। লেটোনষ্টোন;লন্ডন তারিখ: ৮ই জুলাই ২০১১ সময়: মধ্যরাত ৩:২১ এম ছবি: আমার জন্মস্থান সীতাকুন্ডের

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.