আমাদের কথা খুঁজে নিন

   

মডু সাহেব, আমি বাচার মত বাচতে চাই

ময়ুরক্ষী নদীটাকে মিস করছি! গত এক বছর দুই মাস যাবত ব্লগে আসা যাওয়া এবং এতগুলো পুষ্ট দেবার পরও কেন আমাকে নতুন ব্লগার আখ্যায়িত করে আটকে রাখা হল? আমি এর জবাব চাই, না। কিন্তু প্লিজ আমাকে ছাড়ান..... গত একটি বছর ধরে মন্তুব্য করতে গেলে আমাকে থামিয়ে দেয়া হচ্ছে, এটাকে আমি মডুর সৈরাচারী মনভাবের পরিচয় ছাড়া আর কিছু বলতে সাহস পাচ্চি না। প্লিজ মডু সাহেব আমাকে বাচার মত বাচতে দিন এভাবে আর কত কাল আটকাইয়া রাখবেন? আগে যা একটু লিখতে আগ্রহ করতাম এখন আপনাদের এই তালার ফলে আস্তে আস্তে সে আগ্রহে ভাটা পরতাছে... প্লিজ এইরকম একটা প্রেতিভা মুকুলেই ঝড়াবেন না, তাহলে জাতি ক্ষমা করলেও আমি করমু না... দয়া করে আমার লেখালেখির আগ্রহে ভাটা পড়ার সুযোগ করে দিবেন না,, বিনীত, উপরে নাম আছে পইরা লন,,

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।