আমাদের কথা খুঁজে নিন

   

স্বর্ণার কাছে খোলা চিঠি / নিজ মহত্ত্বে বন্ধুকে ক্ষমা দিও ।

স্বর্ণা আমাকে ক্ষমা করে দিও আমি কেন ? তোমার স্বপ্নের বাধা হব ভাল বন্ধু ছিলাম সেটাই ভাল ভুল বুঝে আমায় পর না ভাবিও আমি শুধু হতে চাই দূর দেশের তারা সেথা জেগে রব অনন্তকাল কিছুটা সময় যদি হলই ব্যয় সেটাই যে নিরেট সুদ্ধ সঞ্চয় অনেক জবাব রেখে দিলুম আজ শুধুই থাকবে জমা স্মৃতির কুহরে একদিন সেকথাও ভুলে যেও । নিরেট বন্ধু ঠিকা , তোমায় নিয়ে অনেকেই অনেক রসাল পোস্ট দেয় আমি জানি সেটা বন্ধুদের স্বাধীনতা , তোমার তরফ থেকে কোন বাধা না আসলে সে বিষয়ে আমারও বলার কিছু নেই , কারন তোমায় নিয়ে ব্যঙ্গ কাব্য করে আমিও তোমার চোখে তাদের মতই একজন । ভুল হলে আবারও ক্ষমা প্রার্থী তোমার একজন ভাল বন্ধু ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।