আমাদের কথা খুঁজে নিন

   

একপ্যাক ঝালমুড়ি ......সাথে খেতে খেতে আসুন নস্টালজিয়া হই

"জানালার ওপাশের অন্ধকার থেকে আমার সঙ্গীরা আমায় ডাকে..একদিন যাদের সঙ্গ পেয়ে আজ নিসঙ্গ্তায় ডুবেছি"-(শঙ্খনীল কারাগার)হুমায়ূন আহমেদ এই বর্ষা মৌসুমে মনে হয় সিলেটে একটু বৃষ্টি বেশিই হচ্ছে ,কারণ বাইরে বের হলেই শুধুই আমার প্যান্টটাই বেশি ভরে ,কিন্তু আর কারো কিছুই নষ্ট হয় না ............কারণ বকাটা তো খাই আমি ..... সেদিন ব্লগের এর বড় আপু ফোন করেছিলেন ,তিনি বললেন তুমি তো সিলেটে থাকো ওখানে তো প্রচুর বৃষ্টি হয় তাই না ,আমি বললাম আপু হয় মানে ..............(আম্মুর বকা মনে হয়ে যাওয়াতে দুঃখটা আরেকটু বেশিই লাগছিল) যাই হোক পোষ্টের শিরোনাম যেহেতু ঝালমুড়ি তাহলে আসুন আড্ডা দিতে দিতে ঝালমুড়ি খাই ......... আমার পিচ্চি বেলার বৃষ্টির দিনের যত অভিজ্ঞতা ক্লাস ৫ এ থাকতে একদিন খুব বৃষ্টি হচ্ছিল ,সেদিন আম্মু মানা করা সত্ত্বেও স্কুলে ও গিয়েছিলাম ,শেষ পর্যন্ত এতই বৃষ্টি যেন টিনের চাল ছিদ্র হয়ে পানি পড়বে ............. সেদিন আকাশের হয়তো কোনো বিরাম ছিল না তারপর ও স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেল আমি আর আমার আরেকটা বান্ধবী তখন একসাথে আসছিলাম এতোই বৃষ্টি হচ্ছিল যে ছাতা নিয়েও ফিরে আসা যাচ্ছিল না তো আর কি করবো রাস্তায় এক বন্ধ দোকানের চালের এর নিচে দাড়াতে হল দুজন কে ,এমন সময় হয়তো ওর খুব বোরিং লাগছিল তার জন্যই হয়তো সে আমার সাথে দোকানের টিনের চাল বেয়ে পড়া পানি নিয়ে আমরা দুষ্টুমি করছিল ,এরকম দুষ্টুমি করতে করতে কখন যে এক দেড় ঘন্টা পার হয়ে গিয়েছিল বুঝিনি হঠাৎ সে বলে উঠলো তোমার হাতের ঘড়ি কোথায় ,(আমি আব্বুর একটা দামী ঘড়ি নিয়ে স্কুলে যেতাম .......ভাব আর কারে কয়) আমিও হাতের দিকে খেয়াল করে দেখি আমার হাতের ঘড়ি নেই দুষ্টুমি করতে করতে করতে কখন যে হাত থেকেই হয়তো পড়ে গিয়েছে এটা খেয়ালই করিনি ,সেদিন বাসায় গিয়ে ................... যাই হোক সেদিনের ওই মুহূর্ত টা আজও মিস করি আরেকদিন পাড়াতো একবড় ভাই এর সাথে (ক্লাস সিক্সের) বড়াই করে বলতে গিয়ে বলে ফেলেছিলাম যে আমাদের ক্লাস ফাইভ এর ফুটবল টিম খুব স্ট্রং আপনারা বেইল পাবেন না । তো ভাইয়ার মাথায় কি দুষ্টু বুদ্ধি ছিল নাকি জানি না ,এরপর দিন দুপুর দুটোয় হাফ ব্রেক এর সময় আমি স্কুল থেকে বাসায় এসে খেয়ে যাওয়ার পথে রাস্তায় আমার স্কুল এর ফ্রেন্ড কামরান এর সাথে দেখা ....বলা বাহুল্য সেদিন ও বৃষ্টি ছিল , আমি কামরান কে দেখে বললাম কিরে কই যাচ্ছিস ক্লাস করবি না , ও কোনো কথা না বলে সোজা আমার পশ্চাৎ............ দিলো এক লাত্থি আমি বললাম কিরে কাহিনী কি .............. ও বলল যে তুই কোন সাহসে হাই স্কুলের সাথে ম্যাচ রাখসোস আমি বললাম আমি কই রাখলাম,তখন সে বলে আয় আজকে তুই ও খেলবি আমি আবার এই ব্যাপারে কিছুই পারি না .... সেদিন একটা ফাটাফাটি ম্যাচ হয়েছিল কাদামাঝা মাঠে এবং আমরা ২-০ গোলে জিতেছিলাম কারণ ক্লাস টেন এর ভাইয়ারা আমাদের পক্ষ হয়ে খেলেছিলেন আর আমি ................ শুনে আর কি করবেন কাদার সাথে কাবাডি খেলেছিলাম ,পরে এসিসট্যান্ট হেডস্যার আব্বুর কাছে বিচার দিবেন বলেও উনার বাসায় নিয়ে গোছল করার সু্যোগ টুকু দিয়েছিলেন স্যার দের খুব মিস করি ,সাথে সেই ফ্রেন্ড গুলোকেও যাদের সাথে আমি না বুঝেই কত অজানা নাজানা খেলা খেলেছি ............. গোল্ডেন মোমেন্টস .................. এখন আসেন ঝালমুড়ি খাই এই যে মামা ঝালমুড়ি দেন তো যার যত লাগে আজকে ছাক্কু ভাই বিল দিবো এই যে নেন খান মামা বানাইসে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.