আমাদের কথা খুঁজে নিন

   

দেশ যাবে গোল্লায় আমরা খাব রসগোল্লা

চাচা চৌধুরীর মগজ কম্পুটারের চেয়েও প্রখর আহ......কি আরাম! এই রকম বন্ধ অনেক অনেক দিন পাই নাই। আগামী ৬ই জুলাই থেকে টানা ৪৮ ঘন্টার হরতাল, এরপর শুক্রবার-শনিবার তো এমনিই বন্ধ। তারপর আবার ১০ তারিখ সকাল থেকে ১১ তারিখ সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৩০ঘন্টার হরতাল। মানে ৭ দিনের ছুটি। এরকমের ছুটি তো ঈদের সময়ও পায় না। @ রাসেল তাই আবারো মহান রাজনীতিবিদের ভাষায় সুর মিলিয়ে বলি, দেশ বাঁচাতে হরতালের বিকল্প নাই ! হায়রে আমার দেশ হায়রে আমার দেশপ্রেমীক রাজনীতিবিদ!!! ১৯৭১ সালের ঐ যুদ্ধে জন্মেছিল একটি নতুন দেশের মা তাঁর কাঁদে দেশটি মরে গেছে হায়রে হায় বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ কত আশা ছিল তাঁর জীবনে সব আশা মুছে গেল রাজনীতির ছোবলে মা তাঁর পাশে চেয়ে বসে আসে কত মার অশ্রু আজ নয়নে কে তা মুছাবে বা কেমনে.. মাফ ছেয়ে নিচ্ছি মহান মুক্তিযোদ্ধা আজম খানের গানটির কিছুটা চেঞ্জ করার জন্য।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।