আমাদের কথা খুঁজে নিন

   

অসহায়ত্বের সুযোগ

আমি এক কালো পিচের সোজা পথের পুরোনো পথিক, তাই বলছি না আমার এই কথাগুলো ঠিক। কালো রঙের ছোট্ট প্রজাপতিটি যখন উড়ে এসে আমার গায়ে বসল, তখন মনে হল এই আমি বুঝি এই মুহূর্তটির জন্যই জন্মেছিলাম। কিছুক্ষন তাকিয়েছিলাম ঐটির দিকে। তাকিয়ে থাকতে থাকতে দেখি মিলন দেবী পরিনত হল কালো কুৎসিত এক কীটে, খসে পড়লো পাখা, প্রজাপতির জায়গা নিল কিলবিল করা এক বিছা, এক অতি জঘন্য কীট। ভয়ে নয়, মূলত ঘৃণায় সমস্ত গা ঝাড়া দিয়ে আমি উঠে দাঁড়ালাম, অতঃপর ছিটকে পড়া ছোট্ট দুর্বল প্রাণীটিকে শরীরের সমস্ত শক্তি দিয়ে স্যান্ডেলের তলায় ফেলে পিষলাম, বেশ কিছুক্ষন। প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া আমাকে মুগ্ধ করা সেই কালো প্রজাপতির, আমার জন্মের সার্থকতার অবশিষ্টাংশ দেখে যখন আমি ভাবছি “স্যান্ডেলটি ভালো করে ধুতে হবে” তখন অবিকল আমারই মত কেউ একজন আমার ভেতর থেকে বলে উঠল- “কি ক্ষতি করেছিল ঐ ক্ষুদ্র প্রাণীটি তোমার!” এ দরিদ্র, প্রজাপতির মত বাহারী পাখা এর নেই এটিই কি এর দোষ? এ অসহায়, প্রজাপতির মত উড়ে বেড়াতে পারেনা আকাশময় এটিই কি এর দোষ? নাকি, নাকি তুমি বড্ড বেশি শক্তিশালী তোমার সমস্ত আকাঙ্ক্ষা জুড়ে শুধু লোভ আর লোভ। আর তাই বুঝি তোমার মনোরঞ্জনে ব্যর্থ হওয়ায় ঐ অসহায় ক্ষুদ্র প্রাণীটিকে এভাবে জীবন দিতে হল! (পুনশ্চঃ প্রথমে বিছা অতঃপর প্রজাপতি।)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।