আমাদের কথা খুঁজে নিন

   

জামাত নিষিদ্ধ করার দাবীতে ওলামা মাশায়েকেদর মহাসমাবেশ ২৩ মার্চ।

কিপ পেষ্ট: জামায়াতের রাজনীতি নিষিদ্ধ ও এদের অর্থের উৎসগুলো সরকারিভাবে বাজেয়াপ্ত করার দাবিতে আগামী ২৩ মার্চ মতিঝিলের শাপলা চত্বরে মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ ওলামা মাশায়েখ তৌহিদী জনতা সংহতি পরিষদ। বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগা’র খতিব ও সংহতি পরিষদ চেয়ারম্যান মওলানা ফরীদ উদ্দীন মাসঊদ এ সমাবেশের ঘোষণা দেন। প্রসঙ্গত, ২৩ মার্চ শনিবার বেলা ১১টায় মহাসমাবেশ শুরু হবে। দুপুরের নামাজ পরবর্তী সময়েও মহাসমাবেশ চলবে। ওলামা-মাশায়েখ ও মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ৭১’এর মত ঐক্যবদ্ধ হয়ে মহাসমাবেশে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, ‘চলুন, সবাই মিলে আবারো গর্জে উঠি - মুরতাদ নাস্তিকদের স্থান বাংলাদেশে নাই, এদের বরদাস্ত করা হবে না।

যুদ্ধাপরাধীদের বিচার চাই, এবার তাদের রক্ষা নাই। ’ তবে মুরতাদ নাস্তিক বলতে কাদের বুঝানো হয়েছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “জামায়াত হতে পারে, কিংবা অন্য কেউ হতে পারে। যারাই ইসলাম নিয়ে কুৎসা প্রচার করে তারা সবাই মুরতাদ। ” “ইনকিলাব, আমার দেশ ধর্মের বিরুদ্ধে কুৎসা প্রচার করে রসুল ও ইসলামের অবমাননা করেছে। একই সঙ্গে সাংবাদিকতার ন্যুনতম নৈতিকতা রক্ষা করতে পারে নি” মন্তব্য করে মওলানা মাসঊদ বলেন, ‘এটা ছেপে প্রথম অপরাধ করেছে ইনকিলাব।

আমার দেশ এসব কথা কিভাবে টাইপ করলো। তাদের হৃদয় কি একটুও কাঁপে নি। নকল করা অপরাধ। আল্লাহ পাক বলেছেন, মুনাফিকরা অশ্লীল কথা প্রচার করতে চায়। ” তিনি বলেন, “কে জানি ব্লগে ইসলাম ও নবীকে নিয়ে কুৎসা রচনা করেছে।

ব্লগের লেখা কয়জন পড়ে? ৫০ থেকে ১০০ জন। কিন্তু আমার দেশ ও ইনকিলাব কিভাবে এটাকে ছেপে কোটি কোটি মানুষের মধ্যে প্রচার করেছে? সহিংসতা সৃষ্টি করেছে। আজকে ইসলামের নামে কতিপয় দুষ্কৃতিকারী ঘোলা পানিতে মাছ শিকার করার অপপ্রয়াস চালাচ্ছে। ” সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মওলানা মাসঊদ বলেন, ‘জামায়াত শুধু যুদ্ধাপরাধী শক্তি নয়, এরা ইসলামেরও শত্রু। এরা দেশে ধর্মের নামে উগ্র সাম্প্রদায়িকতা আমদানি করেছে।

সুতরাং ধর্মের নামে জঙ্গিবাদ রুখতে হলে জামায়াতের উগ্র সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ এবং এদের অর্থের উৎসগুলোকে বাজেয়াপ্ত করতে হবে। ’ এ সময় তিনি শিবির ও তরুণ জামায়াত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘তরুণ জামায়াতকে অত্যন্ত আদরের সঙ্গে, স্নেহের সঙ্গে আহ্বান জানাবো তারা যেন জামায়াতের দায় কাঁধে না নেয়। ’ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, আবদুল কাইয়্যুম খান, মওলানা দেলোয়ার হোসেন সাইফী, মুফতী ফয়জুল্লাহ, মওলানা আব্দুল আলিম ফরিদী প্রমুখ। বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৩ Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.