আমাদের কথা খুঁজে নিন

   

ইনু-মেনন কবুল করলেন

মাঠে বিরোধিতা করলেও সংসদে রাষ্ট্র ধর্ম, বিসমিল্লাহ কবুল করলেন ইনু-মেননসহ মহাজোটের শরীক জাসদ ও ওয়ার্কার্স পার্টির পাঁচ এমপি। আসন বাঁচাতে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে রাষ্ট্র ধর্ম ও ইসলাম বহাল রাখা নিয়ে আপত্তি সত্ত্বেও ভোট দিলেন পক্ষেই। বিলের ওপর সংশোধনী প্রস্তাব দেয়া এবং তা কণ্ঠভোটে নাকচ হওয়ার পর সংবিধান সংশোধন বিলে ভোট দেয়া না দেয়া নিয়ে প্রথমে ইতস্তত করলেও সংসদ সদস্য পদ রক্ষার জন্য সরকারের শরিক জাসদ ও ওয়ার্কার্স পার্টির পাঁচ এমপি এবং সংরক্ষিত আসনের একজন সদস্য বিলের পক্ষে ভোট দেন। বিভক্তি ভোটে বিল পাসের প্রক্রিয়া শুরুর আগে স্পিকার হ্যাঁ ভোটের জন্য নির্ধারিত লবির নম্বর বলে দেন। তবে না ভোটের জন্য তিনি কোন নম্বর নির্ধারণ করে দেননি।

এ বিষয়ে মঈনুদ্দিন খান বাদল নির্দেশনা চাইলে স্পিকার বলেন যারা না ভোট দেবেন তারা নিজ নিজ আসনে বসে থাকলেই হবে। এসময় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সদস্যরা নির্ধারিত লবিতে চলে যান। এসময় জাসদ ও ওয়ার্কার্স পার্টির সদস্যরা নিজ নিজ আসনে বসে থাকেন। প্রথমে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন ভোট দেয়া থেকে বিরত থাকবেন। তবে আওয়ামী লীগের নেতারা তাদের পরামর্শ দেন তাদের হ্যাঁ অথবা না ভোট দিতে হবে।

ভোট দেয়া থেকে বিরত থাকার সুযোগ নেই। আর না ভোট দিলে সংসদের নিয়ম অনুযায়ী তারা সংসদ সদস্য পদ হারাবেন। কারণ জাসদ ও ওয়ার্কার্স পার্টির নেতারা আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা নিয়ে নির্বাচন করেছিলেন। কিছু সময়ে এ নিয়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে শরিক দলের নেতাদের টানাপড়েন চলে। পরে প্রবীণ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আবদুর রাজ্জাক, সুরঞ্জিত সেনগুপ্ত, এডভোকেট ফজলে রাব্বী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম তাদের ভোট দেয়ার জন্য অনুরোধ করেন।

হাসানুল হক ইনু তাদের অনুরোধে তার দলের এমপিদের নিয়ে প্রথমে ভোট দিতে যান। এরপর আওয়ামী লীগের সংরক্ষিত আসনের একজন সদস্য সুপারিশ করে ন্যাপের আমিনা আহমেদকে ভোট দেয়ার জন্য লবিতে নিয়ে যান। সিনিয়র নেতাদের অনুরোধে সবশেষে রাশেদ খান মেনন বিলের পক্ষে ভোট দেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।