আমাদের কথা খুঁজে নিন

   

আষাঢ়ের উদাসী দুপুর

জীবন জীবনের জন্য... সকাল থেকেই ঝরঝর বৃষ্টি ঝরছে অবিরাম যতদূর যায় শ্রান্ত দৃষ্টি শুধুই মেঘের ঘনঘটা উদ্দাম বাতাসের তোড়ে কাঠের দরজাটা বাড়ি খেতে থাকে চৌকাঠে আর এক একবার হৃদয় শিউরে উঠে এই বুঝি গেল একটুক্ষণ বৃষ্টি থেমেছে মনে হয় সেও ক্লান্ত কিন্তু না, বাতাসের স্রোত এখনও প্রচন্ড প্রতাপে উড়িয়ে নিচ্ছে আমাদের চিন্তাগুলো এমন এক দিনে মন কি আর চার দেয়ালে আবদ্ধ থাকে ভাবুক হৃদয় ঠুনকো হয়ে উড়ে যায় কোন এক অজানার টানে বাতাসের বেগ বেড়েছে আরও দ্বিগুণ, তিনগুণ, চারগুণ ... এরি মাঝে আবারো ঝমঝম বৃষ্টি গায়ে বিধে শেলসম অথবা আনন্দের বুলেট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।