আমাদের কথা খুঁজে নিন

   

আজই শেষ অফিস

রহস্যময় গ্যালাক্সি ঘুরে, অসীম আকাশে উড়ে আর সাগরের অতল গভীরে ডুবে আমৃত্যু পান করতে চাই ভালোবাসার অমৃত সুধা... আজই শেষ অফিস, পুরাতন এই অফিসের কর্মসময়ের। কখন যে দেড়টি বছর চোখের পলকে পেরিয়ে গেল বুঝতেই যেন পারলাম না। সারাক্ষণ কাজ আর কাজ। এক কাজ শেষ তো আরেক নতুন কাজের জন্য প্রস্তাবনা প্রস্তুত করা, বিভিন্ন পার্টির কাছে নিয়ে যাওয়া। বীডে উত্তীর্ণ হয়ে সফলতার সাথে কর্মশালার আয়োজন করা।

প্রতিবেদন তৈরী করা এবং উপস্থাপন করা, আরও কত কি? এইভাবে কাজে বুঁদ হয়ে থাকার কারনেই হয়ত বা বোঝা গেল না কখন এখানকার রিজিক ফুরিয়ে এসেছে। নতুন রিজিকের সন্ধান মিলেছে। নতুন ট্র্যাকে নতুনভাবে আমি আমাকে মানিয়ে নেবার প্রত্যয়ে আছি। যদিও সামনের কাজগুলোর অভিজ্ঞতা একটু একটু করে আমি অর্জন করেছি আমার প্রাত্যহিক কাজের পাশাপাশি। আমি খুব আশাবাদী সবকিছুতেই।

সফলতা আমার কাছে খুব ধীরলয়ে ধরা দিয়েছে। তবে ধরা দিয়েছে, এটাই হচ্ছে আশার কথা। আমার সফলতার ট্রেন্ড লাইন এখনো পর্যন্ত নীচ থেকে উপরের দিকে। জীবনের প্রতিটি ধাপ অতিক্রম করে যাচ্ছি সঠিকভাবে জেনে ও বুঝে। কখনো কোনো কারনে বা লোভে লাইনচ্যূত হইনি।

জীবনের অনেক উত্থান পতনেও থেকেছি অটল, নীতি নৈতিকতার সাথে নিজেকে রেখেছি অবিচল, কর্মচঞ্চল। আজ তাই সবার ভালোবাসায় সিক্ত হয়েই মধুর বিদায় অফিসের এই শেষ দিনে। তোমরা যারা ভালোর জন্য আপ্রাণ চেষ্টা করছ তাদের জন্য একটু বলা- ভালোর জন্য পরিবর্তিত হও। এক জায়গায় দাঁড়িয়ে কোনো পরিবর্তন আনা যায় না। প্রয়োজন পরিবর্তন এবং সামনে চলার গতি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।