আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগ নিয়ে কিছু কথা-৩য় অংশ (পড়লে অনেক কিছু জানবেন না পড়লে বুঝতেই পারছেন)

লেখাটি আবার দিলাম মানে রিপোষ্ট আরকি। দয়া করে সবাই পড়েন। আসা কর ভাল লাগবে। পারলে আগের অংশগুলো পড়ার চেষ্টা কইরেন। ব্লগ নিয়ে কিছু কথার ২টা অংশ লিখেছি।

৩য় অংশ লেখার জন্য বসলাম। আমাদের দেশে ব্লগের যা অবস্থা ব্লগ সাইটগুলো একদম তলানীতে গিয়ে ঠেকেছে। ব্লগ সাইট গুলোতে প্রবেশ করলে যা সবচেয়ে বেশী দেখা যায় তা হল প্রথম পাতায় পোষ্ট থাকলে তার মধ্যে বেশীরভাগ রাজনীতি, আস্তিক- নাস্তিক, ১৮+ নিয়ে যতসব ফালতু প্যাচাল। আর কিছু ফালতু ব্লগার আছে যারা এসব ছাড়া আর কোন কিছু লিখতে পারে না। আর আজকাল ব্লগকে ব্লগ না বলে ২৪ ঘন্টার নিউজ আপডেট সাইট বলা যেতে পারে।

এই হাদা ভোদা দলের লোকেরা ব্লগে ঢুইকা রাজনীতি নিয়া উল্টা পাল্টা প্যাচাল পাইড়া ব্লগরে নষ্ট কইরা দেয়। আর এই হাদা ভোদা দলের লিডাররা তাদের সাংগু, মাংগু, টাংগু এবং পাংগুদের নিয়ে আসে আর এদের দিয়ে কমেন্ট করায় আর কতগুলি হাদা ভোদার দল ৪-৫ টা নিক ব্যবহার করে এইসব ফাউ প্যাচালে গরম বাতাস দেয়। এইসব হাদা ভোদারা রাজনীতি নিয়ে এমন সব লেখা লেখে যার কোন যুক্তি নাই আর আমাদের দেশের ব্লগ সাইটগুলোর শ্রদ্ধেয় মডারেটারগণ এইসব লেখা পাবলিশ করে ব্লগে ইউজার বাড়ানোর জন্য। অনেকেই বলেন আমাদের দেশের মূল সমস্যা রাজনীতি তাই রাজনীতি নিয়ে ব্লগ সাইটে যত আলোচনা করা যায় তত ভাল। আমি নিজেও আপনাদের সাথে একমত কিন্তু আলোচনাটা অবশ্যই গঠনমূলক হওয়া উচিত।

অগঠণমূলক আর ফালতু লেখা লিখে প্যাচাল পাড়ার কোন দরকার নাই। এইসব ফাউ লেখার হাদা ভোদা লেখকদের বিদায় করার জন্য সৃজনশীল লেখার ব্লগারদের জেগে উঠতে হবে। এই তো গেল রাজনীতির হাদা ভোদার কথা। এইবার আসুন ব্লগার এর মুরুব্বীগণদের নিয়ে আলোচনা করি। এরা আমাদের অতি প্রিয় শ্রদ্ধাভাজন আস্তিক- নাস্তিক বিষয় নিয়ে আলোচনাকারীগণ।

এদের মধ্যে কিছু বেয়াদব আছে যারা আস্তিক- নাস্তিক সমন্ধে কিছু জানে না কিন্তু এই বিষয় নিয়া বড় বড় ফাপর বাজি কইরা যায়। এদের ভিতরে আমার দুইটা দল আছে যেমনঃ কেউ আস্তিক বিষয়ে পোষ্ট দিছে বা নাস্তিক বিষয়ে পোষ্ট দিছে এই পোষ্ট নিয়া আবার এদের পক্ষে- বিপক্ষের দল নতুন পোষ্ট দিয়া আলোচনা- সমালোচনা করে ব্লগে প্রথম পাতা ভরে ফেলে। যথারীতি রাজনীতি নিয়ে ফাউ লেখকদের মত এদেরও লিডার আছে। আর এদের সহযোগীরা হচ্ছে ইংগু, কিংগু, ফিংগু এবং ঝিংগু। এবার আশা যাক ব্লগের ভদ্র ব্যাক্তিদের কথায়।

এদেরকে ব্লগ কমিটি থেকে এক নায়কের খেতাব দেওয়া হোক এরা হল আমাদের (ওয়ান ম্যান আরমী) ১৮++ কৌতুক এবং আর যারা ১৮++ ব্লগ পোষ্ট করেন সেই ভাইগণ। এদের কোন সহযোগী নাই এরা নিজেরাই একেকজন পারমানবিক বোমার মত। এরা নিজেরাই তাদের শাখা- প্রশাখা বিস্তার করে। আজকাল দেখি অনেক ভাল ব্লগার এর লেখা কেউ পড়ে না বলে তাদের লেখা পড়ানোর জন্য ১৮++ লাগান। অনেক ব্লগার দঃখ করে বলেন রাজনীতি, আস্তিক- নাস্তিক, ১৮++ না লিখলে তেমন কেউ পড়ে না অনেকে বলবেন এটা সত্য না ভাল লেখা লিখলে অনেকেই পড়ে।

কিন্তু কাদের ভাল লেখা আপনারা পড়েন যারা ব্লগে পুরান যাদের সবাই চিনে। নতুন ব্লগার এর লেখা যদি ভাল হয় তেমন কেউ পড়তে পারে না আর কিভাবে পড়বেন রাজনীতি, আস্তিক- নাস্তিক, ১৮++ দিয়ে ব্লগ ভরা থাকলে। তাই নতুন অনেক ব্লগার নিরাশ হয়ে হাদা- ভোদা, মুরুব্বী আর এক নায়ক (ওয়ান ম্যান আরমী) এদের দলে ঢুকে যায়। এতে করে ব্লগ সাইটগুলো ভাল ব্লগ লেখার লেখক হারাচ্ছে আর ব্লগ সাইট এবং ব্লগ আমাদের দেশে তার মান হারাচ্ছে। তাই আমাদের সকল সৃজনশল ব্লগারদের উচিত এইসব হাদা- ভোদা, মুরুব্বী আর এক নায়ক (ওয়ান ম্যান আরমী) গনদের ব্লগ থেকে বিদায় করে দেওয়া।

আর আমাদের শ্রদ্ধেয় মডারেটারগনদের দৃষ্টি আকষন করছি যে অনেকতো আলতু ফালতু পোষ্ট নিবাচিত করেন। কিছু ভাল পোষ্ট ও নিবাচিত করেন। অনেকেই সাহায্যের আবেদন নিয়ে পোষ্ট করেন এইসব পোষ্ট একটু নিবচন করুন যাতে কর মানুষের উপকার হয়। আমারা সবাই ব্লগ এর সঠিক ব্যবহার করি এবং ব্লগের মান নতুন উচ্চতায় নিয়ে যাই। ব্লগ নিয়ে কিছু কথার ২টা অংশ লিখেছি।

৩য় অংশ লেখার জন্য বসলাম। আমাদের দেশে ব্লগের যা অবস্থা ব্লগ সাইটগুলো একদম তলানীতে গিয়ে ঠেকেছে। ব্লগ সাইট গুলোতে প্রবেশ করলে যা সবচেয়ে বেশী দেখা যায় তা হল প্রথম পাতায় পোষ্ট থাকলে তার মধ্যে বেশীরভাগ রাজনীতি, আস্তিক- নাস্তিক, ১৮+ নিয়ে যতসব ফালতু প্যাচাল। আর কিছু ফালতু ব্লগার আছে যারা এসব ছাড়া আর কোন কিছু লিখতে পারে না। আর আজকাল ব্লগকে ব্লগ না বলে ২৪ ঘন্টার নিউজ আপডেট সাইট বলা যেতে পারে।

এই হাদা ভোদা দলের লোকেরা ব্লগে ঢুইকা রাজনীতি নিয়া উল্টা পাল্টা প্যাচাল পাইড়া ব্লগরে নষ্ট কইরা দেয়। আর এই হাদা ভোদা দলের লিডাররা তাদের সাংগু, মাংগু, টাংগু এবং পাংগুদের নিয়ে আসে আর এদের দিয়ে কমেন্ট করায় আর কতগুলি হাদা ভোদার দল ৪-৫ টা নিক ব্যবহার করে এইসব ফাউ প্যাচালে গরম বাতাস দেয়। এইসব হাদা ভোদারা রাজনীতি নিয়ে এমন সব লেখা লেখে যার কোন যুক্তি নাই আর আমাদের দেশের ব্লগ সাইটগুলোর শ্রদ্ধেয় মডারেটারগণ এইসব লেখা পাবলিশ করে ব্লগে ইউজার বাড়ানোর জন্য। অনেকেই বলেন আমাদের দেশের মূল সমস্যা রাজনীতি তাই রাজনীতি নিয়ে ব্লগ সাইটে যত আলোচনা করা যায় তত ভাল। আমি নিজেও আপনাদের সাথে একমত কিন্তু আলোচনাটা অবশ্যই গঠনমূলক হওয়া উচিত।

অগঠণমূলক আর ফালতু লেখা লিখে প্যাচাল পাড়ার কোন দরকার নাই। এইসব ফাউ লেখার হাদা ভোদা লেখকদের বিদায় করার জন্য সৃজনশীল লেখার ব্লগারদের জেগে উঠতে হবে। এই তো গেল রাজনীতির হাদা ভোদার কথা। এইবার আসুন ব্লগার এর মুরুব্বীগণদের নিয়ে আলোচনা করি। এরা আমাদের অতি প্রিয় শ্রদ্ধাভাজন আস্তিক- নাস্তিক বিষয় নিয়ে আলোচনাকারীগণ।

এদের মধ্যে কিছু বেয়াদব আছে যারা আস্তিক- নাস্তিক সমন্ধে কিছু জানে না কিন্তু এই বিষয় নিয়া বড় বড় ফাপর বাজি কইরা যায়। এদের ভিতরে আমার দুইটা দল আছে যেমনঃ কেউ আস্তিক বিষয়ে পোষ্ট দিছে বা নাস্তিক বিষয়ে পোষ্ট দিছে এই পোষ্ট নিয়া আবার এদের পক্ষে- বিপক্ষের দল নতুন পোষ্ট দিয়া আলোচনা- সমালোচনা করে ব্লগে প্রথম পাতা ভরে ফেলে। যথারীতি রাজনীতি নিয়ে ফাউ লেখকদের মত এদেরও লিডার আছে। আর এদের সহযোগীরা হচ্ছে ইংগু, কিংগু, ফিংগু এবং ঝিংগু। এবার আশা যাক ব্লগের ভদ্র ব্যাক্তিদের কথায়।

এদেরকে ব্লগ কমিটি থেকে এক নায়কের খেতাব দেওয়া হোক এরা হল আমাদের (ওয়ান ম্যান আরমী) ১৮++ কৌতুক এবং আর যারা ১৮++ ব্লগ পোষ্ট করেন সেই ভাইগণ। এদের কোন সহযোগী নাই এরা নিজেরাই একেকজন পারমানবিক বোমার মত। এরা নিজেরাই তাদের শাখা- প্রশাখা বিস্তার করে। আজকাল দেখি অনেক ভাল ব্লগার এর লেখা কেউ পড়ে না বলে তাদের লেখা পড়ানোর জন্য ১৮++ লাগান। অনেক ব্লগার দঃখ করে বলেন রাজনীতি, আস্তিক- নাস্তিক, ১৮++ না লিখলে তেমন কেউ পড়ে না অনেকে বলবেন এটা সত্য না ভাল লেখা লিখলে অনেকেই পড়ে।

কিন্তু কাদের ভাল লেখা আপনারা পড়েন যারা ব্লগে পুরান যাদের সবাই চিনে। নতুন ব্লগার এর লেখা যদি ভাল হয় তেমন কেউ পড়তে পারে না আর কিভাবে পড়বেন রাজনীতি, আস্তিক- নাস্তিক, ১৮++ দিয়ে ব্লগ ভরা থাকলে। তাই নতুন অনেক ব্লগার নিরাশ হয়ে হাদা- ভোদা, মুরুব্বী আর এক নায়ক (ওয়ান ম্যান আরমী) এদের দলে ঢুকে যায়। এতে করে ব্লগ সাইটগুলো ভাল ব্লগ লেখার লেখক হারাচ্ছে আর ব্লগ সাইট এবং ব্লগ আমাদের দেশে তার মান হারাচ্ছে। তাই আমাদের সকল সৃজনশল ব্লগারদের উচিত এইসব হাদা- ভোদা, মুরুব্বী আর এক নায়ক (ওয়ান ম্যান আরমী) গনদের ব্লগ থেকে বিদায় করে দেওয়া।

আর আমাদের শ্রদ্ধেয় মডারেটারগনদের দৃষ্টি আকষন করছি যে অনেকতো আলতু ফালতু পোষ্ট নিবাচিত করেন। কিছু ভাল পোষ্ট ও নিবাচিত করেন। অনেকেই সাহায্যের আবেদন নিয়ে পোষ্ট করেন এইসব পোষ্ট একটু নিবচন করুন যাতে কর মানুষের উপকার হয়। আমারা সবাই ব্লগ এর সঠিক ব্যবহার করি এবং ব্লগের মান নতুন উচ্চতায় নিয়ে যাই। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.