আমাদের কথা খুঁজে নিন

   

নেপালের রাজপ্রাসাদ থেকে গুপ্ত ধন উদ্ধার

এলোমেলো ভাবনা সারাক্ষণ মনকে আচ্ছন্ন করে রাখে আমার মা ছোটবেলায় রূপকথার গল্প বলত। যখন গল্প বলত তখন আমি মন দিয়ে শুনতাম,,,এতটুকু চোখের পাতা সরা লড়া করতাম না। কি যে এক যাদুকরী মোহ। যেন একটু মিস করলেই অনেক কিছু হতে বঞ্চিত হব। মা বলে চলত,,,রাজকুমার রাজকুমারীকে উদ্ধার করতে ছুটে চলেছে,,,,বলতাম মা তারপর,,,,মা কেন যেন একটু একটু থেমে থেমে সময় নিয়ে বলত,,,যেতে যেতে দেখে এক বন,,সেই বনের ভিতর কিসের যেন আলো দেখা যায়,,,তারপর রাজকুমার সাহস নিয়ে এগিয়ে যায়,,,এগিয়ে গিয়ে দেখে পুরাতন একটা বাড়ী,,,সেই বাড়ীর পিছনের দিক হতে আলো আসছে,,,আরো এগিয়ে যায়,,,একটু একটু করে উপরে উঠে জানালা দিয়ে দেখে এক রাজকুমারী ঘুমিয়ে আছে,,,,রাজকুমার একসময় ভিতরে ঢুকে,,,,কাছে এগিয়ে যায়,,,এযে তারই প্রিয়তম,,,যার জন্য সে এখানে এসেছে,,,সাত সমূদ্র তের নদী পার হয়ে এই গভীর জঙ্গলে,,,,,,,ভাবতে ভাবতে রাজকুমারীর মাথা থেকে সোনার কাঠি পায়ে এবং রুপার কাঠি মাথায় ছুয়ায়।

রাজকুমারী জেগে উঠে। রাজকুমারকে দেখে বলে একি তুমি,,,তারাতারি চলে যাও । এখুনি রাক্ষস এসে পড়বে। রাজকুমার বলে না তোমাকে নিয়ে যাব। রাজকুমারী বলে,,,আমাকে নিতে পার এক শর্তে ,,তাহলো,,,,ঐ যে একটা গর্ত আছে,,সেই গর্তের নীচে রাক্ষসগণ অনেক গুপ্ত ধন রেখেছে,,,সেই গুপ্ত ধন পাহারা দেয় এক সাপ।

তাকে এক নিশ্বাসে মারলে রাক্ষসগণ দুর্বল হয়ে যাবে আর তুমি এগিয়ে যাবে আরো একটু নীচে,,,দেখবে একটা বড় কৌটা ,,,সেই কৌটার ভিতর একটা আছে একটা বড় ভোমরা,,,সেই ভোমরা এক নি:স্বাসে মারলে সব রাক্ষস মরে যাবে,,,আর তখন তুমি আমাকে এখান হতে নিয়ে যেতে পারবে রাজকুমার। বল তুমি কি আমাকে এখান হতে নিয়ে যেতে পারবে??? রাজকুমার বলে আমি অবশ্যই পারবো। তার আগে বল তুমি এসব জানলে কি করে। রাজকুমারী বলে ,,আমি এক রাক্ষসকে জিজ্ঞাস করেছিলাম,,তোমাদের মৃত্যু কিসে,,,সে বলেছে,,। রাজকুমার ছুটে চলে সেই গুপ্ত ধনের কাছে,,,।

প্রথম আলোর পাতায় যখন দেখলাম,,নেপালের রাজপ্রাসাদ হতে গুপ্ত ধন পাওয়া গিয়েছে,,তখন আমার মার কথা খুব মনে পড়ছিল,,, এখানে ক্লিক করুন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।