আমাদের কথা খুঁজে নিন

   

তুমি আসন্ন বিপদের সম্মুখীন

তুমি আসন্ন বিপদের সম্মুখীন তুমি আসন্ন বিপদের সম্মুখীন কেননা আমি তোমার প্রেমে পড়েছি। এক অভাবী মানুষের বিনষ্ট স্বভাব তোমার অনিষ্ট সাধনে ব্রত নাহলেও সম্পদের অসম বন্টনের এই দেশে অসম প্রেম অর্থনীতির সংজ্ঞায় কখনো দারিদ্র কিংবা মুদ্রাস্ফীতির কারণ হতে পারেনা- বরং সুসম বন্টনের ইতিবাচক দিক হতে পারে। তবুও আসন্ন বিপদের কথা ভাবছি কারণ সম্পদশালী দেশগুলোর আগ্রাসী ভূমিকার কথা জেনেও তৃতীয় বিশ্বের মানচিত্র আঁকা এই দুহাতের তালুতে তোমার কাছেই দীর্ঘ মেয়াদী প্রেম ঋণ হিসেবে চাচ্ছি স্বল্প সুদে। তুমি ভাবতেই পারো চক্রবৃদ্ধি হারে এই ঋণ একদিন আমার ধরা ছোঁয়ার বাইরে যেতে পারে- তবুও প্রেমের বাৎসরিক কিস্তি হিসেবে তোমাকে উপহার দিতে পারি এক সুদমুক্ত প্রজন্ম- যাকে কখনোই আমার ঋণের বোঝা বইতে হবেনা কারণ সন্তানের কাছে কোন মায়েরই ঋণ থাকেনা। তুমি যেমন, আমিও ঠিক তেমনি বিপজ্জনক অবস্থায় আছি- ঋণ প্রদানে তোমার কার্পণ্য আমাকে নিঃস্ব করে দিতে পারে, তুমি সমূহ ক্ষতির সম্মুখীন হতে পারো- অন্যদিকে ঋণ গ্রহণে আমি নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারি। প্রেমঋণ পরিশোধের বিকল্প কোন মুদ্রা নেই- তাই আমার কাছে তোমারও কোন বিকল্প নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।