আমাদের কথা খুঁজে নিন

   

আর্কোস ৯৯ ডলারের ট্যাবলেট পিসি

............................................................ >> ফরাসি নির্মাতা আর্কোস (Archos) একেবারে কমদামের ট্যাবলেট কম্পিউটার বাজারে এনেছে। অরনোভা ৭ ট্যাবলেট নামের এই ট্যাবলেটের ডিসপ্লে ৭ ইঞ্চি, রেজ্যুলুশন ৮০০-৪৮০ পিক্সেল রেজিষ্টিভ টাচস্ক্রিন, অপারেটিং সিষ্টেম এন্ড্রয়েড ২.২ ফ্রোয়ো। সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট হচ্ছে এর দাম, মাত্র ৯৯ ডলার। অরনোভা ৭ এর কথা প্রথম জানানো হয়েছিল মে মাসে। বর্তমানে এর বিস্তারিত জানানো হয়েছে।

এতে ওয়াই-ফাই ইন্টারনেট ব্যবহার করা যাবে, ইবুক পড়ার কাজে হিসেবে ব্যবহার করা যাবে এবং ভিডিও দেখা যাবে। এতে এইচডি (৭২০পি) ভিডিও সাপোর্ট করবে। অধিকাংশ ফরম্যাটের ভিডিও সাপোর্ট করবে। নিজস্ব ধারনক্ষমতা ৪ গিগাবাইট, সাথে এসডিএইচসি কার্ড ব্যবহার করা যাবে কিংবা অন্য কম্পিউটারের সাথে কানেক্ট করা যাবে ইউএসবি পোর্ট ব্যবহার করে। এছাড়া মাউস, কিবোর্ড ইত্যাদি সংযোগ দেয়ার সুবিধে রয়েছে।

এর সাথে ক্যামেরা নেই। , জিপিএস নেই। থ্রিজি ব্যবহারের সুযোগ নেই। এন্ড্রয়েড ২.২ ভার্শন হিসেবে বেশ পুরনো। তারপরও দামের কারনে অনেকের আগ্রহ সৃষ্টি করতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।