আমাদের কথা খুঁজে নিন

   

Ennio Morricone জগৎ বিখ্যাত ওয়েষ্টার্ণ মূভি সমূহের মিউজিক থিমের সুরকার!

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ ইনি হলেন এননিও মররিকোন। ১৯২৮ সালের ১০ই নভেম্বর ইটালীর রোমে জন্ম গ্রহণ করেন। আমরা অনেকেই হয়ত এই সকল বিখ্যাত ওয়েষ্টার্ণ মূভি সমূহ দেখেছি A Fistful of Dollars (1964), For a Few Dollars More (1965), The Good, the Bad and the Ugly (1966) and Once Upon a Time in the West (1968)। এর সব গুলো ওয়েষ্টার্ণ মিউজিকের সুরকার হলেন এই মররিকোন। পরবর্তী উক্ত চারটি মূভির মধ্যে প্রথম তিনটি থিম মিউজিক আমেরিকা সহ ইউরোপ, বলিউড, বাংলাদেশ সহ সারা বিশ্বে বিভিন্ন এ্যাকশ ধর্মী ছবিতে নকল করা হয়। এর মধ্যে ক্লিন্ট ইষ্টউড অভিনীত দি গুড, ব্যাড এন্ড আগলি ছবিটি থিম সহ সারা বিশ্বে সুপার হিট হয়। ঐ ১৯৬৬ সালের পর বেশ কয়েক যূগ ওয়েষ্টার্ণ মূভি মানেই দি গুড ব্যাড এন্ড আগলির থিমকেই বুঝানো হত। এবার উক্ত তিনটি থিম মিউজিক গুলো একে একে ধারাবাহিক ভাবে উল্লেখ করা হল; A Fistful of Dollars (1964) http://www.youtube.com/watch?v=HjjDOdaFZg0 For a Few Dollars More (1965) http://www.youtube.com/watch?v=J4x7RchYCMc The Good, the Bad and the Ugly (1966) Click This Link ৮২ বছর বয়স্ক এননিও মরিকোন তার এই জগৎ বিখ্যাত ওয়েষ্টার্ণ মূভি সমূহের থিম মিউজিকের জন্য শুধু কিংবদন্তী নন একটা মিথে পরিণত হয়েছেন অনেক আগেই। http://en.wikipedia.org/wiki/Ennio_Morricone  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।