আমাদের কথা খুঁজে নিন

   

বিমানযাত্রীর ব্যাগে ১৭ কেজি সোনা

মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে মাস্কাট থেকে আসা ইউনাইটেড এয়ারওয়েজের একটি বিমান থেকে মো. শাহনেওয়াজ মোরশেদ নামের ওই ব্যক্তিকে আটক করা হয় বলে কাস্টমস ও ইমিগ্রেশন পুলিশ জানায়।
শাহনেওয়াজ মোরশেদের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার খরনদীপ গ্রামে।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সুশান্ত পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিমানটি চট্টগ্রাম হয়ে ঢাকা যাওয়ার কথা ছিল। 
তিনি বলেন, “ওই প্যাসেঞ্জার মদ্যপ অবস্থায় থাকায় তার ব্যাগে তল্লাশি চালান ফ্লাইটের ক্রুরা। তার বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে।”
ইমিগ্রেশন পুলিশের সহকারী কমিশনার মো. মঈনউদ্দিন বলেন, শাহনেওয়াজের ব্যাগে তল্লাশি চালিয়ে প্রতিটি ১০ তোলার ১৪৬টি স্বর্ণের বার পাওয়া যায়, যার মোট ওজন প্রায় ১৭ কেজি।
এর আগে গত ৬ জুলাই ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েত থেকে আসা একটি বিমান থেকে প্রায় ২৫ কেজি সোনার বার উদ্ধার করা হয়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।