আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইনই যেন আপনার জ্ঞানের পাঠাগার

ইন্টারনেটে এখন ঘরে বসেই ক্লাস করা, চ্যাটিং করা, ই- কনফারেন্স , গবেষনা কেন্দ্র সবই করা সম্ভব হচ্ছে। ঘড়ির কাটার শব্ধ এখন আর আমাদের ভাল লাগে না। আমরা এখন আছি টাইম মেশিনের টিক টিক শব্ধ শোনার অপেক্ষ্য়। কয়েক ক্লিকই আপনাকে নিয়ে যাবে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে। ব্রাউজিংয়ের মাধ্যমে সভ্যতার স্ক্রীনে ভর দিয়ে আমরা অনলাইনে পেয়ে যাচ্ছি আমাদের কাজের সমস্ত উপকরণ।

এই যুগে এসে আমরা আর আগেকার যুগের মানুষের মতো আকাশের দিকে তাকিয়ে আমাদের গন্তব্য পথ নির্ধারণ করি না। এমনকি বড় কোন ম্যাপ সঙ্গে করে আমাদের ঘুরতে হয় না। আমাদের আছে গুগল ম্যাপ। এর সাহায্যেই আমরা পথ নির্ধারণ করি। যাই হোক,আমি বলছিলাম অনলাইন পাঠাগারের কথা।

গুগল লাইব্রেরীই আমার কাছে সব থেকে বড় অনলাইন পাঠাগার। প্রতিক্ষনে এখানে আপলোড হচ্ছে দুর্লব আর জ্ঞানময় বইসমূহ। আপনার জন্য অপেক্ষা করছে বিলিয়ন বিলিয়ন বই। আপনি যদি আমার মত জ্ঞান পিপাসু হোন তবে এক জিবনে এত বই পড়তে পারবেন না। স্রষ্টার কাছে আপনার পূর্নজন্মের জন্য প্রার্থনা করতে হবে।

এড্রেস বারে টাইপ করে গুগল লাইব্রেরীতে প্রবেশ করূন। http://books.google.com ননফিকশন সাইন্স ফিকশন থেকে শুরূ করে কি নেই এখানে? আপনি কি পান নি আমাকে জানাবেন। তবে বিনামূল্যে এখান থেকে ডাউনলোড দিতে পারবেন না। তবে সবার সাথে শেয়ার করতে পারবেন। আর যদি ডাউনলোডই দিতে চান তবে নিচের সাইটগুলো আপনার জন্য যতেষ্ট- http://scribd.com/people/documents http://esnips.com http://ebooksfpf.com http://docstoc.com ক্যারিয়ার ভিত্তিক চলমান বিষয়াদির উপর তথ্য-উপাত্ত ও ডকুমেন্টের জন্য এই সাইটে যেতে পারেন।

এই সাইটটি আরো অনেক কারণেই আমার ভাল লাগে যা এই পোষ্টে সব বলা সম্ভব নয়। এই সাইটের সব সুবিধা পাওয়ার জন্য রেজিষ্টেশন করে নিতে হবে। তার পর দেখুন- আমাদের বাংলা মায়ের সাহিত্য ভান্ডারে আপনাকে কত নামে ডাকা হয়। http://wtec.org/search.html অনলাই আর্নিং বিষয়ক তথ্য এই সাইট থেকে সংগ্রহ করূন। http://tutorialmaker.wordpress.com ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.