আমাদের কথা খুঁজে নিন

   

চাপা!!!!!

মানুষ আমি আমার কেন পাখির মত মন ........ চাপা মারা মানুষের একটা গুন বা দোষ। কিছু কিছু মানুষ বেচেই থাকে তাদের চাপার জোরে !!!! এরা চাপা মারতে পারে বলে নিজেকে যে কি ভাবে এরাই জানে। মাটিতে তো পা থাকেই না, চাদেও তাদের পা খুঁজে পাওয়া যায় না। অনেক সময় এই চাপার কারনেই মানুষের কাছে বোকা হয়ে যায় !! এরকম একটা মানুষকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে আমার, বলতে গেলে ছোটকাল থেকে। আমার পরিবারে (বংশে না) আমি সবচেয়ে গাধা ছাত্রী।

আমার অন্য ২ টা বোন খুব ভালো পড়ালেখায়। তো আমি যে পড়ালেখায় লাড্ডু তা নিয়ে আমার বাবা-মার খুব একটা ক্ষোভ নাই, কারন একে তো তারা ছোট বেলা দেখছে পড়ালেখায় মন নাই তারউপর আমি অত্যাধিক বদ টাইপের তাই তারা আমি পাশ করলেই খুশি থাকে !! আমার এসএসসি'র আগে টেষ্টে আমি সব সাবজেক্টে পাশ করি (তাতেই আমি খুব খুশি)। পয়েণ্ট আসে ৩.৩১। আমার এই পয়েন্ট দেখে আব্বু ঘোষনা দেয় আমি যদি ৪.০ পাই তাইলেই আমাকে একটা মোবাইল কিনে দেবে। তখন সেই ব্যাক্তি আমাদের বাসায় এসে ঘোষনা করে আমি যদি ৪.৫ এর উপরে পাই তাহলে আমাকে ১০০০০ টাকা দেবে।

আমি জানি আমি কষ্ট করলে ৪ পাইতে পারি কিন্তু ৪.৫ এর উপরে আমি জীবনেও পাব না। পাই ও নাই সে আমাকে দেয়ও নাই। এর ৩ বছর পরে আমার ছোট বোনের এসএসসি আসলো সাথে আরেকটা কাজিনেরও এসএসসি। আমার ছোট বোন টেষ্টে ৫ আসছিলো আর সেই কাজিনের আমার মত অবস্থা ছিলো । এরপর সেই ব্যাক্তি ছোট বোনকে মোবাইল, টাকা, গাড়ি এবং বিদেশ ট্রিপ সহ আরো আকর্ষনীয় অনেক কিছু দেয়ার কথা বলে, কাজিনকে বলল, A+ পাইলে গাড়ি কিনে দেবে...... !!! বলাই বাহুল্য আমার কাজিন A+ এর ধারে কাছেও ছিলো না আর উনিও হাপ ছেড়ে বেচেছেন।

আর আমার বোনের গোল্ডেন দেখেও না দেখার ভান করা করলেন। কারন দেখলেই তো প্রব্লেম তারপর আমার সবচেয়ে ছোট বোনের পালা আসলো, মানে আবার সেই এসএসসি, বলা হল এবার তাকে দামি মোবাইল কিনে দেবে যদি 5 পায়। টেষ্টে তার ৫ না থাকায় উনার খুব বিশ্বাস ছিল এবার ঘটে গেল উলটা ঘটনা!!!! আমার পিচ্চি বোন পেয়ে গেল গোল্ডেন...... !!!! অনেকদিন পরপর দেখা হওয়ায় হয়তো সে ভুলে গেছে............ !!! তাই আমারাও আর মনে করিয়ে দেই না কারন পিচ্চি আজকে স্কলারশিপের টাকায় তার ২য় মোবাইল টা কিনে আনসে !!!! কারো একজনের দেয়া "দামি" মোবাইলের আশায় থাকলে ওকে সারাজীবন মোবাইল ছাড়াই থাকতে হত ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।