আমাদের কথা খুঁজে নিন

   

Sonic Syndicate - ভিন্ন ধারার মেটাল (মেটাল হেটার্স কিপ আউট!)

শারদশশীর অনন্ত অপেক্ষায় তোর চোখের সবুজ রঙ আকাশনীল হয়ে গেলে ঠিক ধরে নিস আমি হারিয়ে গেছি ঘাসেদের দলে... Sonic Syndicate সুইডিশ মেটাল ব্যান্ড। এরা প্রধানত মেলোডিক ডেথ মেটাল ব্যান্ড, তবে অল্টারনেটিভ মেটাল ও করে থাকে। তিন Sjunnesson ভাই- রিচার্ড, রজার আর তাদের কাজিন রবিন Tunes of Silence নামে একটা ব্যান্ডে বাজাত। সেটা ২০০০ সালে। ২০০২ তে তারা নিজেরাই একটা ব্যান্ড ফর্ম করার প্রয়োজনীয়তা অনুভব করে।

Fallen Angels নামে একটা ব্যান্ড করেও ফেলে তারা এবং কিছু ডেমো অ্যালবাম রেকর্ড করে। ২০০৪ সালে বেজিস্ট হিসেবে কারিন যোগ দেয়। তখন ব্যান্ডের নাম পালটে Sonic Syndicate করে এরা। বর্তমান লাইন আপঃ * Nathan James Biggs- clean and harsh vocals (2009–present) * Roger Sjunnesson- lead guitar, keyboards (2002–present) * Robin Sjunnesson- rhythm guitar (2002–present) * Karin Axelsson- bass (2004–present) * John Bengtsson- drums, percussion (2006–present) এদের গানে মেলোডির প্রাধান্যের কারণে শুনতে ভাল লাগে। প্রতি গানে কিবোর্ডের দারুণ ব্যবহার, সলো গিটারের কাজ গুলোর কারণে অন্য মেটাল ব্যান্ড থেকে Sonic Syndicate কে আলাদা করা যায় সহজেই।

ডিস্কোগ্রাফিঃ স্টুডিও অ্যালবামঃ (৪টি) * Eden Fire (2005) * Only Inhuman (2007) * Love and Other Disasters (2008) * We Rule the Night (2010) লাইভঃ (১টি) *Live Inhuman (Only Inhuman: Tour Edition DVD) আমার কাছে এদের বেস্ট অ্যালবাম লেগেছে Eden Fire. এটা অন্তত কেউ মিস করবেন না! Sonic Syndicate এর কিছু গানঃ মেটালফ্রিক না হলে সনিক সিন্ডিকেট ভাল লাগার কোন কারণ নেই! তাই সবাইকে সাজেস্ট করবো না। যারা মেটাল শোনেন, তাদের ভাল লাগবে আশা করি!  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.