আমাদের কথা খুঁজে নিন

   

তোমরা মাহমুদার নাম শুনেছো যারা আমার গানে গানে

শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা আমার একটা অনুরোধ আমার লেখা গুলো কেউ দয়া করে গান হিসেবে নিবেন না ভাবলে বড় ভূল হবে। আর একটা কথা সবাই ভাববেন যে তোমরা মাহমুদার নাম শুনেছো যারা আমার গানে গানে সেই মাহমুদা যে ভাবে এল আমার জীবনে বৈশাখী মেলাতে যখন প্রথম হল দেখা হলুদ বরন শাড়ী পরে দাড়িয়ে ছিল একা তার দু.চোখে পড়ল যখন আমার দুটি চোখ অজানা সুখে ভরে গেল আমার সাড়া বুক প্রথম দেখা ছিল বৈশাখের প্রথম দিন আমার প্রেমের জন্ম দিন!! সেই থেকে শুরু হল প্রেম কাহিনী লেখা ক্লাশ ফাকি দিয়ে হতো দু.জনারই দেখা তবুও মিটতনা কারো ভালবাসার সাধ মনের কথায় লিখতাম চিঠি জেগে সাড়া রাত সেই মাহমুদা আমার প্রেমকে করলো মূল্যহীন!! আমার প্রেমের জন্ম দিন!! মাহমুদার বাবা তাকে নিয়ে খেললো কঠিন দাবা পেয়েছে বড় সোনার ছেলে কোটিপতি তার বাবা হাত ছাড়া করলো না তাই এমন সোনার ছেলে সেই ছেলেটির হাতে দিল মাহমুদাকে তুলে আমার পাঁচ বছরের ভালবাসা হল যে বিলীন আমার প্রেমের জন্ম দিন!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।