আমাদের কথা খুঁজে নিন

   

বনলতা এইখানে এসে

বনলতা বল কথা এই খানে এসে জীবনান্দ মিশে আছে যেথা সোনালী ধানের শীষে। বনলতা একটু গাও গান সবুজ পল্লেতে এসে জীবনান্দ করে গান যেথা কোকিল শঙ্খচিল কখনওবা ধান শালিকের বেশে। বনলতা একটু হাস আকাশপানে চাও বদ্ধপ্রাসাদে বিষন্ন অবসাদ কি খুঁজিয়া বেড়াও? যদি খোঁজ তারে ধান সিড়িটির তীরে পাবে না কো নারে চলে এসো হেথা গ্রাম বাংলায় শত পাখির ভীড়ে চাতলার বিলে; হিজলের বনে জুড়ী নদীর তীরে। অজস্র পাখিরা হেথা আহার্য সন্ধানে শীতের পাখিরা নিরাপত্তা অন্বেষণে জুড়ী স্রোতস্বীনি সঙ্গম কামিনী খুঁজিছে যামীনি বনলতা এইখানে আমি। শঙ্খচিল ধান শালিক নই কবির বেশেই এসেছিনু দুদন্ড শান্তির আশে বনলতা দাও কথা এই খানে এসে আমায় ছেড়ে যাবে না আর দূর অজানার দেশে।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।