আমাদের কথা খুঁজে নিন

   

থ্রি জি স্পেকট্রামের ভ্যাট কমিয়ে ৭.৫%। বাজেটে সিম ট্যাক্স আরো কমানো হবে!!

টেলিকম নিউজ আর্কাইভ !! : তৃতীয় প্রজন্মের (থ্রি জি) মোবাইল সেবার স্পেকট্রামের জন্যে সাড়ে সাত শতাংশ ভ্যাটের প্রস্তাব করেছে অর্থ মন্ত্রনালয়। চূড়ান্ত হওয়া নীতিমালায় ১৫ শতাংশ ভ্যাটের প্রস্তাব করা আছে। তবে অপারেটরদের দাবি ছিল ভ্যাট শূন্য করা। অথবা পুরোটাই রিবেট দেওয়া। কিন্তু ভ্যাট কমিয়ে দিলেও রিবেটের আলোচনায় ঢোকেই. নি অর্থমন্ত্রী বুধবার দুপুরে অর্থমন্ত্রনালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই আলোচনা হয়।

অর্থ মন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বের বৈঠকে মন্ত্রনালয়ের কর্মকর্তা ছাড়াও এনবিআর চেয়ারম্যান, টেলিযোগাযোগ সচিব, বিটিআরসি’র চেয়ারম্যান, এয়ারটেল ছাড়া পাঁচটি অপারেটরের সিইও এবং মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যামটবের সাধারণ সম্পাদক অংশ নেন। জানা গেছে, অর্থমন্ত্রী অপারেটরদেরকে সামনের অর্থ বছরেই সিম ট্যাক্স আরো কমিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এ সময় তিনি বলেন, থ্রি জি’র স্পেকট্রামের ওপর ভ্যাট কমিয়ে দিচ্ছি। সামনের অর্থবছরে সিম ট্যাক্সও আরো কমানো হবে। কিন্তু স্পেকট্রামের ভ্যাটের রিবেট চাইবেন না।

তাৎক্ষনিভাবে অপারেটররা অবশ্য কোনো প্রতিক্রিয়া জানাননি। পরে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে অর্থ মন্ত্রনালয়কে জাননো হবে বলে জানান তারা। বৈঠক শেষে একাধিক অপারেটরের কয়েকজন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অর্থমন্ত্রীর সাড়ে সাত শতাংশ ভ্যাটের প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেন। তবে তাদের কেউ এ বিষয়ে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। এদিকে দুপুরে এই বৈঠকের পরপরই আরো একটি বৈঠক থাকায় অর্থমন্ত্রীও দ্রুত বেরিয়ে যান।

সে কারণে তিনিও সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। বৈঠকে মূলত টু জি স্পেকট্রামের ভ্যাট রিবেট নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন অপারেটররা। কিন্তু বৈঠকের শুরু থেকেই আলোচনা থ্রি জি’র দিকে চলে যায়। বৃহস্পতিবার থ্রি জি’র নিলামের প্রি-বিড বৈঠক আছে। অপারেটররা চাইছে ভ্যাট সংক্রান্ত জটিলতা দূর করে এরপর থ্রি জি’র প্রি-বিডসহ অন্যান্য আনুষ্ঠানিকতায় বসতে।

সে কারণে এই সিডিউল পরিবর্তনের জন্যে গত রোববার অনুরোধও জানিয়েছিল তারা। কিন্তু বিটিআরসিও প্রি-বিড বৈঠকের সময় এবং তারিখে কোনো পরিবর্তন আনেনি। :::প্রিয় টেক::: প্রি-বিড বৈঠক. আপডেট : থ্রি জি: প্রি-বিড বৈঠকে নতুন অপারেটর আসেনি। দুশ্চিন্তায় বিটিআরসি!!  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।