আমাদের কথা খুঁজে নিন

   

(আনাড়ি হাতে তোলা) একটি ছবি ব্লগ...............

.......... বি: দ্র: ব্লগে অনেক অসাধারণ ছবিব্লগ আছে, আমার এই ব্লগটা শুধুই মজা করে তোলা ছবির, সিরিয়াস কিছু না সামু ব্লগে ঘোরাঘুরি করার অনেকগুলো কারণের মধ্যে একটি বিশেষ কারণ হলো এর ছবিব্লগগুলো, যা দেখে আমি বিমলানন্দ উপভোগ করি!!!! একদিন মনে হলো, "আরে!! সবাই ছবি তুলতে পারলে আমি না কেন!!!" তারপর একই ভাবে মনে হলো, "ছবি যে তুলবা,তা তুলবা কি দিয়া??? চক্ষু দিয়া তো শুধু তুমিই দেখতে পারবা,বাকিদের দেখাতে হলে চাই ক্যামেরা!!! " অত:পর আমার ছবি তোলার সাধ মিটিল এবং আমিও মহানন্দে ছবিব্লগে ঘুরিতে থাকিলাম!!! হঠাৎই আমার বন্ধু একটা সাইবার-সট পেয়ে গেল, ১৪.১ মেগা পি.!! আমাকে আর পায় কে!! দুইজন মিলে হাটি আর হাটি, যা দেখি তাই ছবি তুলতে মন চায়! এইভাবে দুজন "বয়-ফ্রেন্ড" এবং একটি "নেড়ি কুত্তার" ধাওয়া খাবার পরে বোধোদয় হলো যে যার-তার ছবি আসলে আমাদের ক্যামেরা দিয়ে তোলা উচিত না!!!(আমরা কতবড় ফটোগ্রাফার তা কি আর সবাই জানে!!! ) এবার আমরা ঠিক করলাম,প্রকৃতির ছবি তুলব(গাছপালা তো আর ধাওয়া দিতে পারবে না!!) সবকিছুর পরেও আমরা তো মানুষই তাই না?স্বভাব কি এত তাড়াতাড়ি যায়? তাই শুরু করলাম আমাদের ছবি তুলেই! আফটার-অল আমরাও প্রকৃতির অংশ কিনা!! ছবি তুলতে তুলতেই দেখি সামনে দিয়ে ঝাল-মুড়িওয়ালা যায়, মনে পড়ল সকালে খেয়ে আসিনি!! ঝাপিয়ে পড়তে গেলাম ফুলের উপরে!!!! কিন্তু আমার বেরসিক বন্ধু জানালো যে ফুল নাকি খেতে হয় না!!!! দেখতে হয়!!! সামনে একটা খেজুর গাছ দেখে মাথায় কুবুদ্ধি চাপলো, খেজুর গাছে গোলাপ ফুল ফুটিয়ে ফেললাম!!!! এরপর এই ছবিটা তুলে নিশ্চিত হয়ে গেলাম যে আমরা কত উচ্চমর্গের ফটোগ্রাফার, কারণ যাদের দেখিয়েছি তাদের কেউই বুঝতে পারেনি যে এই ছবিতে আমি তিনটা ফুলের ছবি একসাথে তুলে চেয়েছি!! রঙ্গন,হাসনা-হেনা আর সামনেরটার নাম জানিনা!!( তিতাস একটি নদীর নাম বলেছেন:কলাবতী বলে মনে হচ্ছে।) অনেক তো ফাজলামি হলো এবার আমার দুটো প্রিয় ছবি দিয়ে শেষ করি..... (ছবিটার নাম কি হতে পারে?? অন্ত:হীনতা?) (এই ছবিটার একটা নাম দিয়েছি, "অপেক্ষা............" )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.