আমাদের কথা খুঁজে নিন

   

ফ্যামিলি লাইফ এডুকেশন -২ (বয়:সন্ধির সমস্যা )(১৮ +)

ফ্যামিলি লাইফ এডুকেশন -১ (১৮ +) এর পর ........... বয়:সন্ধির সমস্যায় বাবা-মায়েরা কি করবেন ?? বয়:সন্ধি সব ছেলেমেয়ের জীবনে এক ধরনের পরীক্ষা। শরীর-মনে দ্রুত লয়ে ঘটতে থাকা পরিবর্তন গুলোর সংগে মানিয়ে উঠতে না পেরে এই সময় ছেলেমেয়েরা শরীর-মনে নানা সমস্যার মুখোমুখি হয়। ওদের এই বিশেষ সমস্যাগুলোকে জেনে বুঝে নিন,সমস্যা কাটিয়ে উঠতে ওদের পাশে থাকুন বন্ধুর মতো। ওদের মনের দ্বিধাদ্বন্দ্ব গুলোকে এড়িয়ে যাবেন না। সহানুভুতির সংগে ওদের সমস্যাগুলো বুঝুন।

ওদের সংগে আলোচনা করুন খোলাখুলি, বন্ধুর ভুমিকা নিন। ছেলেদের সমস্যায় বাবা আর মেয়েদের সমস্যায় মা হতে পারেন সবচাইতে গুরুত্বপুর্ন মুশকিল আসান। বয়:সন্ধির সমস্যা আর মনস্তত্ত্ব নিয়ে আলোচনা করুন, বইপত্র পড়ুন, সুস্থ্-স্বাভাবিক জীবনবোধের আলোয় ছেলে মেয়ের মধ্যে সুস্থ্ যৌন চেতনা গড়ে তুলতে পারেন অনেকটাই। প্রজন্মবাহিত ভুল ধারনা,সংস্কার আর অন্ধকার ভুলেও ছেলেমেয়ের মধ্যে ঢুকিয়ে দিয়ে ওদের সর্বনাশ করবেন না। যৌনতা "নোংরা',"নিষিদ্ধ" বা "খারাপ" কোনও ব্যাপার নয়, এ হল জীবনের স্বাভাবিক এক অংগ।

নিজের ভুল আগে শুধরে নিন, তারপর ছেলে-মেয়েদের শেখান। "ছেলেদের সংগে মেয়েদের বন্ধুর মতো মেশা খারাপ" নয় , এরকম সুস্থ সম্পর্ক যৌবনের সমস্যা কমায়। পিরিয়ডের রক্ত "বদরক্ত" নয়, এতে "পাপ" ধুয়ে বেরিয়ে আসেনা। এ হল যৌবনের স্বাভাবিক এক শারীর বৃত্তীয় ঘটনা। যৌবনের পরিবর্তন গুলোর বিঙ্গানকে জেনে বুঝে নিন।

এরপর ছেলেমেয়েদের বোঝান। কথায় কথায় তর্ক করা বা বড়দের অগ্রাহ্য করার প্রবনতা এ বয়সে থাকবেই। উত্তেজিত হবেননা, ছেলেমেয়েকে মারধর করতে যাবেন না। এতে সমস্যা জটিল হয়,তাই ওদের ভালোটা ওদের বুঝিয়ে বলুন। সুস্থ বিতর্কে অংশ নিন।

ওদের নিজস্ব জগতে ঢুকতে চাইবেন না। ওদের কল্পনার জগতটাকে ভেংগে দেবেন না। ওদের জগতটাকে আপনি আপনার ছাঁচে গড়তে চাইলে ওদের ভবিষ্যত ক্ষতিগ্রস্ত হবেই। ১৫-১৬ বছরে মা মেয়েকে বুঝিয়ে দিন (১) যৌনতার বাস্তবতা (২) শরীর-মনের সম্পর্ক (৩)পিরিয়ড/মাসিক/মিন্স এর বিঙ্গান (৪) অতি যৌনতার বিপদ (৫) ব্যক্তিগত সর্তকতা। ১৫-১৬ বছরে বাবা ছেলেকে বুঝিয়ে দিন (১)যৌনতার বাস্তবতা (২) অতি যৌনতার বিপদ (৩) পর্নোগ্রাফিক ফাঁদ, অতিরজ্ঞন আর অসারতা (৪)যৌন রোগের বিস্তার আর বিপদ।

১৭-১৮ বছরে ছেলেকে ও মেয়েকেবুঝিয়ে দিন (১) জন্মরোধের ব্যবস্থাগুলো সম্পর্কে (২) প্রাকবিবাহ মেলামেশার বিপদ নিয়ে (৩) মারাত্মক যৌন রোগে আক্রান্ত হয়ে পড়ার বিপদ সম্পর্কে(৪) সতর্ক করুন নেশা বা মাদকাসক্তির বিপদ সম্পর্কে । ছেলে বা মেয়েকে হস্তমৈথুন (Masturbation)-এ রত বা পর্নোগ্রাফির বইপত্র পড়তে দেখে ফেললে তখনকার মত সরে যান। তখনই বকাবকি বা শাসন করতে যাবেন না। পরে সময় করে ব্যাপারটা নিয়ে আলোচনা করুন ছেলে মেয়ের সংগে। যুক্তি দিয়ে, বিঙ্গানের আলোয়।

আদেশ বা নির্দেশ নয়, ভালবাসা দিয়ে। (চলবে......) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।